মধ্যমগ্রাম, 30 জুলাই: বারাসতের নামী বিপণী সংস্থার কর্ণধারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার কথা আগেই সামনে এসেছিল ৷ এবার মধ্যমগ্রামের প্রসিদ্ধ স্বর্ণ প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর যোগসূত্রের বিষয়টি ক্রমশ ঘোরালো হচ্ছে (Partha Chatterjee's name has been linked with famous gold traders company) ৷ যার মূলে একটি ছবি। রহস্যে ভরা সেই ছবি হাতে এসেছে ইটিভি ভারতের প্রতিনিধির কাছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নামী ওই স্বর্ণ বিপণী সংস্থার ভিতরে বসে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ধৃত প্রাক্তন মন্ত্রীর ঠিক সামনেই বসে রহস্যময় এক মহিলা। যাকে ওই বিপণী সংস্থা থেকে সোনার গয়না কিনতে দেখা যাচ্ছে । রহস্যময় ওই মহিলার মুখ ছবিতে দেখা না-গেলেও তিনি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বলেই সন্দেহ করা হচ্ছে।
আর এই ছবিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ অনেকেই স্বর্ণ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া-নেওয়ার সম্পর্কের অভিযোগ তুলে সরব হয়েছেন। ইডি-র এই সংস্থা নিয়ে তদন্ত করা উচিত বলে দাবি জানিয়েছে বিরোধী শিবির। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। ইতিমধ্যেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা, সোনাদানা সহ প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে নিত্যদিনই বহু অজানা লেনদেন এবং ঘনিষ্ঠদের বিষয়ে তথ্যের সন্ধান উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এমনই খবর ইডি সূত্রে। সেই তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে পার্থ ঘনিষ্ঠদের ওপর নজর রাখার কাজ শুরু করেছে ইডির আধিকারিকরা। কার কার সঙ্গে বেশি মেলামেশা করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সেবিষয়েও খোঁজখবর নিতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।