কলকাতা, 5 জুলাই : "80 হাজার বুথে মাত্র 1 হাজার দুর্নীতির ঘটনা ঘটেছে । যাই ঘটুক তাঁদের তাড়িয়ে দিলে হবে না । তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখতে হবে ।" দলের পঞ্চায়েত স্তরের দুর্নীতি নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি দলের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি।
পঞ্চায়েত দুর্নীতি, কুলতলির রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, নন্দীগ্রামে বহিষ্কারের প্রসঙ্গ নিয়ে আজ দলের অবস্থান স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায় । সংঘর্ষ ও দুষ্কৃতীরাজ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "বারবার বলি দিলীপবাবুরা নিজের ঘর সামলান । প্রশাসন প্রশাসনের কাজ করবে । তৃণমূল সংগঠনের বিষয়গুলি দেখছে । দুষ্কৃতীদের তো সবাই চিহ্নিত করতে পারবে । দুষ্কৃতীদের কারা আশ্রয় দিচ্ছে তা জলের মতো পরিষ্কার । কোরোনা, আমফান নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন । আর দিলীপবাবুরা বাড়িতে বসে বসে বুগলি মারছেন । আমার কিছু বলার নেই । নিজে ভাবুন কী করছেন ।"