পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যপালকে চিড়িয়াখানা পরিদর্শনের পরামর্শ পার্থর - Partha Chatterjee

রাজ্যপালের আজকের বিধানসভা পরিদর্শন কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বললেন, "ওনার চিড়িয়াখানা দেখা উচিত। সেখানে জনসংযোগের সুযোগ আছে ।"

govornor
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Dec 5, 2019, 10:16 PM IST

Updated : Dec 5, 2019, 11:30 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : শুধু বিশ্ববিদ্যালয় বা বিধানসভা নয়, রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিড়িয়াখানা পরিদর্শন করার পরামর্শ দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আজ নাকতলার বাড়িতে তিনি বলেন, "আমি ভেবে পাচ্ছি না কী কী দেখার বাকি আছে । দক্ষিণেশ্বরটা দেখা হয়ে গেছে । কালীঘাট মনে হয় দেখা হয়নি । তবে দেখা উচিত । আমি একটা তালিকা তৈরি করে দিতে চাই । আর ওনার দেখা উচিত চিড়িয়াখানা । সেখানে জনসংযোগের সুযোগ আছে ।"

রাজ্যপাল নিয়মিত শহরের নিত্য নতুন কর্মসূচি রাখছেন । যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসকশিবির । ফলে বেড়ে চলেছে সংঘাত । আজ সকালে বিধানসভা পরিদর্শন কর্মসূচি রেখে কার্যত আগুনে ঘি ছেটান রাজ্যপাল । আজ এই বিষয়ে শিক্ষামন্ত্রী কটাক্ষের সুরে বলেন, "বিশ্ববিদ্যালয় ঘুরছেন । জেলায় জেলায় ঘুরছেন । আমি প্রথম দিনই বলেছিলাম ভিজ়িটর্সের কাজ যেটা সেটা উনি করছেন । এত ভিজ়িট কোনও রাজ্যপালকে করতে দেখিনি ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন তৃণমূলের মহাসচিব

রোজকার এই কর্মসূচি বাংলার মানুষের স্বার্থে কি না, তা নিয়েও রাজ্যপালকে খোঁচা দেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "যে নিজের উদ্যোগে এত কাজ করতে পারে, বাংলার মানুষকে ভালো রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের উদ্যোগে রাজ্যের বকেয়া আনার কর্মসূচিও রাখতে পারে ।"

Last Updated : Dec 5, 2019, 11:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details