কলকাতা, 6 ডিসেম্বর : বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন । মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জের পদ থেকে গতকালই ইস্তফা দিয়েছেন তিনি ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েও দিয়েছিলেন শোভন ঘনিষ্ঠ বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, রাতেই তাঁকে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী । হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন । পাশাপাশি তাঁকে লড়াই চালিয়ে যাওয়ারও বার্তাও দিয়েছেন ।
মিল্লি আল আমিন কলেজের এক অধ্যাপিকার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে গত অগাস্ট মাসে ইস্তফা দিতে চেয়েছিলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় । সেই সময় শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি । কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি । গতকাল ফের শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বৈশাখিদেবী । তিনি নিজেই জানিয়েছেন, ইস্তফাপত্র পেয়ে শিক্ষামন্ত্রী গতরাতেই তাকে ফোন করেছিলেন ৷ শিক্ষামন্ত্রী না কি অসুবিধার কথা শুনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বৈশাখিদেবীকে ৷ পাশাপাশি তাঁকে হঠকারী সিদ্ধান্ত নিতেও বারণ করেছেন বলে জানান বৈশাখিদেবী ।