পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বৈশাখিকে ফোন পার্থর, হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ

মিল্লি আল আমিন কলেজের এক অধ্যাপিকার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে গত অগাস্ট মাসে ইস্তফা দিতে চেয়েছিলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় । সেই সময় শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি । কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি । গতকাল ফের শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বৈশাখিদেবী ।

shovon-baishakhi
পার্থ চট্ট্যোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 6, 2019, 10:23 PM IST

Updated : Dec 6, 2019, 10:45 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাকে ঘিরে শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন । মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জের পদ থেকে গতকালই ইস্তফা দিয়েছেন তিনি ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েও দিয়েছিলেন শোভন ঘনিষ্ঠ বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, রাতেই তাঁকে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী । হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন । পাশাপাশি তাঁকে লড়াই চালিয়ে যাওয়ারও বার্তাও দিয়েছেন ।

মিল্লি আল আমিন কলেজের এক অধ্যাপিকার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে গত অগাস্ট মাসে ইস্তফা দিতে চেয়েছিলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় । সেই সময় শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি । কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি । গতকাল ফের শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বৈশাখিদেবী । তিনি নিজেই জানিয়েছেন, ইস্তফাপত্র পেয়ে শিক্ষামন্ত্রী গতরাতেই তাকে ফোন করেছিলেন ৷ শিক্ষামন্ত্রী না কি অসুবিধার কথা শুনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বৈশাখিদেবীকে ৷ পাশাপাশি তাঁকে হঠকারী সিদ্ধান্ত নিতেও বারণ করেছেন বলে জানান বৈশাখিদেবী ।

আরও পড়ুন : বৈশাখির সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে, জানালেন পার্থ

প্রসঙ্গত, BJP-তে যাওয়ার দিনকয়েকের মধ্যেই গেরুয়া শিবিরের সঙ্গে বৈশাখী দেবী এবং তাঁর বন্ধু শোভন চ্যাটার্জির দুরত্ব তৈরি হয় । এরপর ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে উপস্থিত হন শোভন-বৈশাখী । সবকিছু ফের স্বাভাবিক ছন্দেই ফিরে এসেছিল । এবারে মিল্লি আল আমিন কলেজের টিচার ইনচার্জের পদ থেকে ইস্তফা দেওয়া ঘিরে ফের ছন্দ পতন হয় কি না সেই দিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল ।

Last Updated : Dec 6, 2019, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details