কলকাতা, 17 জুন: তারাতলার নেচার পার্কের কাছে একটি বেসরকারি স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ টিউশন ফি ছাড়া তাঁরা অন্য কোনও ফি দেবেন না বলে জানিয়ে দিয়েছেন । গত সপ্তাহেও স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা । এরপরও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় গতকাল সকালে ফের তাঁরা বিক্ষোভ দেখান ৷
টিউশন ফি ছাড়া অন্য ফি দেবেন না, তারাতলার স্কুলে বিক্ষোভ অভিভাবকদের - kolkata
টিউশন ফি ছাড়া অন্যান্য ফি দেওয়া সম্ভব নয় । এই দাবিতে দক্ষিণ কলকাতার একটি স্কুলে বিক্ষোভ অভিভাবকদের ৷
চলতি বছরে শিক্ষাবর্ষের শুরুতেই ফি বৃদ্ধি করেছিল ওই স্কুল । যদিও পরে অভিভাবকদের দাবি মেনে গত বছরের ফি কাঠামোই বহাল রাখে তারা । বর্তমানে কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে পুরোনো ফি কাঠামো বহন করা সম্ভব নয় বলে জানান অভিভাবকরা ৷ এক অভিভাবক বলেন, "ফি নিয়ে গোটা পশ্চিমবঙ্গে যে আন্দোলন চলছে তাতে আমরাও সামিল হয়েছি । আমাদের স্কুলে শিক্ষাবর্ষের শুরুতেই ফি বৃদ্ধি করা হয়েছিল । সেই কারণে তখন আমরা তার বিরুদ্ধে ই-মেইল মারফত বেতন কমাতে বলি । তারপর স্কুল 2019-20-র ফি কাঠামোকেই বহাল রাখে । কিন্তু, বর্তমানে চলা কোরোনা পরিস্থিতিতে আমাদের অনেকেরই আর্থিক সমস্যা হচ্ছে । কারও বেতন 50 শতাংশ কেটে নেওয়া হয়েছে কারও আবার ব্যবসা বন্ধ । ফলে আমাদের 2019-20-র ফি কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার মত আর্থিক সঙ্গতি নেই । এটা শুধু আমাদের নয়, সব স্কুলের অভিভাবকদের এই সমস্যা দেখা দিয়েছে । আমরা তাই চাইছি শুধু টিউশন ফি দেব । সেশন ফি, ডেভেলপমেন্ট ফি, কম্পিউটার ল্যাব ফি, বাস ফি, ইলেক্ট্রিসিটি ফি, এই ধরনের যেগুলোকে আমরা অযৌক্তিক ফি মনে করছি সেগুলো আমরা কেউ দিতে চাই না । আমরা চাইছি, ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে বসে আমাদের সমস্যাগুলো মন দিয়ে শুনুক ।"
গতকাল সকাল থেকে বিক্ষোভ দেখানো হলেও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেনি বলে অভিযোগ অভিভাবকদের । বিষয়টি নিয়ে বিক্ষোভরত এক অভিভাবক বলেন, "লকডাউনের কারণে তিনমাস ধরে আমাদের রোজগার একেবারে বন্ধ হয়ে গেছে । আমরা তিনমাসের স্কুল ফি কী করে দেব ? তিন মাসের টিউশন ফি আমরা দিতে রাজি। কিন্তু, অন্যান্য ফি আমরা দিতে রাজি নই । আজ পর্যন্ত কোনও কিছু না বলে স্কুলের সবরকম ফি দিয়ে এসেছি । বর্তমান পরিস্থিতিতে স্কুলকে আমাদের কথা তো শুনতে হবে । স্কুল আমাদের কথা না শুনলে আমরা কার কাছে যাব?"