কলকাতা, 5 এপ্রিল :বছর ঘুরতে না ঘুরতেই ফের ফি বৃদ্ধি করছে বেসরকারি স্কুলগুলি ৷ প্রতিটি শ্রেণির জন্য 19 থেকে 20 শতাংশ হারে বাড়ানো হয়েছে ফি ৷ এখনও পর্যন্ত করোনা অতিমারি বিদায় নেয়নি ৷ অধিকাংশ শ্রেণিতেই পঠনপাঠন চলছে অনলাইনে ৷ তবু কেন এত বেশি পরিমাণে ফি বৃদ্ধি ? এই প্রশ্ন তুলে এবং ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের সামনে বিক্ষোভে সোচ্চার হন অভিভাবকরা ৷ তাঁদের দাবি, কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করতে হবে ৷ অথবা সামনা-সামনি বৈঠকের জন্য সময় দিতে হবে ৷
গত বছর করোনা আবহে ফি বৃদ্ধির প্রতিবাদে ও ফি মকুবের দাবিতে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা ৷ অন্যান্য স্কুলের মতো বিক্ষোভে সোচ্চার হয়েছিলেন সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরাও ৷ প্রতি বছর 10 শতাংশ হারে ফি বৃদ্ধি হলেও গত বছর গড়িয়াহাটের এই স্কুলটিতে ফি বেড়েছিল 23 শতাংশ ৷ অবশেষে অভিভাবকদের বিক্ষোভের মুখে কিছুটা পিছু হটে তারা ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 20 শতাংশ ফি মকুবও করা হয়।
কিন্তু, বছর ঘুরতেই ফের ফি বাড়াল সাউথ পয়েন্ট স্কুল ৷ গত 18 মার্চ ফি বৃদ্ধির নির্দেশিকা এসে পৌঁছায় অভিভাবকদের কাছে ৷ সেখানে অভিভাবকদের 2020-21 শিক্ষাবর্ষে ফি না বাড়ানোর কথা স্মরণ করিয়ে বলা হয়েছে, ‘প্রাইভেট আন-এডেড স্কুল’ হওয়ায় এই স্কুল রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থার থেকে আর্থিক সাহায্য পায় না। অভিভাবকদের দেওয়া ফি-এর উপরেই নির্ভর করতে হয় স্কুলকে ৷ পাশাপাশি, 2020 সালের 13 অক্টোবর হাইকোর্ট ফি না বাড়ানোর যে নির্দেশ দিয়েছিল, তা 2020-21 শিক্ষাবর্ষের জন্য, অর্থাৎ 31 মার্চ পর্যন্ত প্রযোজ্য ছিল ৷ হাইকোর্টের সেই নির্দেশ মেনেই 2021-22 শিক্ষাবর্ষের জন্য ফি বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। অভিভাবকরা জানাচ্ছেন, প্রতিটি ক্লাসে 19 থেকে 20 শতাংশ করে ফি বাড়ানো হয়েছে।