পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Muhammad Ali Park মহম্মদ আলি পার্কের মণ্ডপের জট কাটল, পৌরনিগমের প্রস্তাব মানল পুজো কমিটি - pandal jolt of muhammad ali park is solved

মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে জট কাটল (Pandal Problems of Muhammad Ali Park) ৷ মণ্ডপ তৈরির জন্য পৌরনিগমের দেওয়া বিকল্প জায়গার প্রস্তাব মেনে নিল পুজো কমিটি ৷ আজ পৌরনিগমের জল সরবরাহ বিভাগের ডিজির কাছে একথাই জানালেন আয়োজকরা ৷

pandal-problems-of-muhammad-ali-park-is-resolve
pandal-problems-of-muhammad-ali-park-is-resolve

By

Published : Aug 24, 2022, 2:31 PM IST

Updated : Aug 24, 2022, 5:27 PM IST

কলকাতা, 24 অগস্ট: মহম্মদ আলি পার্কের (Muhammad Ali Park) মণ্ডপ তৈরি নিয়ে তৈরি হওয়া জট কাটল ৷ কলকাতা পৌরনিগমের দেওয়া বিকল্প প্রস্তাব মেনে নিল পুজো কমিটি (Pandal Problems of Muhammad Ali Park) ৷ এনিয়ে কমিটির তরফে রেহানা খাতুন এবং অশোক ওঝা পৌরনিগমে আসেন বুধবার ৷ জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায়ের কাছে মহম্মদ আলি পার্ক পুজো কমিটির সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়েছেন তাঁরা ৷

গতকাল কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (জল সরবরাহ) অমিতাভ পালের নেতৃত্বে যৌথ পরিদর্শন হয় মহম্মদ আলি পার্কে ৷ তার পরেই পৌরনিগমের আধিকারিকরা পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে বিকল্প একটি প্রস্তাব দেন ৷ প্রস্তাবটি ছিল, জলাধারের উপরে মণ্ডপ না করে, মাঠের সামনে 10 ফুট পার্কের মধ্যে এবং ফুটপাতের 5 ফুট নিয়ে মণ্ডপ তৈরি হোক ৷

সেই প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার পর বুধবার, পুজো কমিটির সদস্যরা কলকাতা পৌরনিগমে আসেন ৷ স্থানীয় 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহানা খাতুন এবং মহম্মদ আলি পার্ক পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা-সহ পুজো উদ্যোক্তারা জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকে তাঁরা পৌরনিগমের শর্ত মেনেই মণ্ডপ তৈরি করতে সম্মতি জানান ৷ ফলে গত কয়েক দিন ধরে মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে যে টানাপোড়েন চলছিল তার সমাধান হল ৷

মহম্মদ আলি পার্কের মণ্ডপের জট কাটল

আরও পড়ুন:জলাধারের উপর মণ্ডপ নির্মাণের অনুমতি নয়, মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনড় পৌরনিগম

তবে, এ নিয়ে অশোক ওঝা জানান, কলকাতা পৌরনিগমর শর্ত মেনে পুজো করতে গিয়ে তাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে ৷ পুজো কমিটি পৌর কর্তৃপক্ষের দাবি মেনে পুজোর মণ্ডপ তৈরি করতে প্রস্তুত বলে জানান কাউন্সিলর রেহানা খাতুন ৷ তাঁর আক্ষেপ, মহম্মদ আলি পার্কের মতো বিখ্যাত পুজো ছোট করে হচ্ছে ৷ ফলে আয়োজনে খামতি থাকবেই ৷ জনমানসে তাঁর প্রভাবও পড়বে ।

Last Updated : Aug 24, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details