পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলকার দুর্ঘটনায় সরকার দায়ি, আক্রমণ বিরোধীদের - BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা

পুলকার দুর্ঘটনা নিয়ে সরব বিরোধীরা । রাজ‍্য সরকারকে দায়ি করেন বাম ও BJP বিধায়কেরা ।

opposition leader blame West Bengal Government over Pool-car accident
পুলকার দুর্ঘটনায় সরকারকে দায়ি করে আক্রমণ বিরোধীদের

By

Published : Feb 18, 2020, 1:04 AM IST

Updated : Feb 18, 2020, 3:03 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : পুলকার দুর্ঘটনা নিয়ে সরব বিরোধীরা । রাজ‍্য সরকারকে দায়ি বলে আক্রমণ করলেন বাম ও BJP বিধায়কেরা । বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘পুলকার দুর্ঘটনা রুখতে সতর্কতা ও জরুরি ব‍্যবস্থা গ্রহণ করতে ব‍্যর্থ হয়েছে রাজ‍্য সরকার ।’’ BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার বক্তব্য, ‘‘যারা নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে সরকারের কড়া ব‍্যবস্থা নেওয়া উচিৎ ।’’

পুলকার দুর্ঘটনা রুখতে ইতিমধ্যেই স্কুলগুলিকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । স্কুল শিক্ষা দপ্তর একটি সার্কুলার জারি করবে বলে জানিয়েছিলেন তিনি । কিন্তু শিক্ষামন্ত্রীর এই বক্তব‍্যকে কথার কথা বলে মনে করছেন বিরোধী দলের বিধায়কেরা । এ প্রসঙ্গে বামফ্রন্ট বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘অতীতে যতগুলি পুলকার দুর্ঘটনা ঘটেছে এই সরকারের মুখ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলেই বারবার বলে গেছেন আরও কঠোর হব । কার্যত একটি অপদার্থ সরকার । এই বিষয়ে কোনও সতর্কতা বা জরুরি ব‍্যবস্থা গ্রহণ করতে ব‍্যর্থ হয়েছে। এই বারবার ব‍্যর্থতার কারণে পুলকার দুর্ঘটনা বাড়ছে । মৃত্যুর সংখ্যা বাড়ছে । আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বারবার জীবনহানির আশঙ্কা করছে ।’’

পুলকার দুর্ঘটনায় সরকারকে দায়ি করে আক্রমণ বিরোধীদের

বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার বক্তব্য, ‘‘প্রাইভেট স্কুলে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রাইভেট স্কুল খেয়াল খুশিমতো চলছে । তা নিয়ে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই । এরকম দুর্ঘটনা খুবই দুঃখজনক । নিয়ম যারা মানছে না, তাদের ক্ষেত্রে কড়া ব‍্যবস্থা নেওয়া উচিত সরকারের ।’’

Last Updated : Feb 18, 2020, 3:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details