কলকাতা, 24 ফেব্রুয়ারি: করোনা আক্রান্ত হলেন কসবা চিত্তরঞ্জন হাইস্কুলের এক শিক্ষিকা। জানা গিয়েছে, গতকাল জ্বর থাকায় স্কুলে আসেননি ওই শিক্ষিকা। বিকেলের দিকে স্কুলের প্রধান শিক্ষককে নিজের করোনা পজ়িটিভ রিপোর্ট পাঠান ওই শিক্ষিকা।
অন্যান্য রাজ্যের চিত্র দেখে আশঙ্কা ছিল। স্কুল খুললে থাবা বসাতে পারে করোনা। তা সত্ত্বেও গত 12 ফেব্রুয়ারি রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলে। আর স্কুল খোলার 10 দিন অতিক্রান্ত হতে না হতেই সত্যি হল সেই আশঙ্কা। করোনা আক্রান্ত হলেন খাস কলকাতার একটি বয়েজ স্কুলের এক শিক্ষিকা। ঘটনাটি সামনে আসতেই তৎপর হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই দপ্তরের নির্দেশে আজ সকাল থেকেই স্কুলকে জীবাণুমুক্ত করার কাজ একপ্রস্থ সেরে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ। বেলায় কলকাতা পৌরনিগমের তরফে আবারও একবার স্কুলকে জীবাণুমুক্ত করা হয়। আজ স্কুল জীবাণুমুক্ত করার জন্য পড়ুয়াদের ছুটি তো দেওয়াই হয়েছে। পাশাপাশি, উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন চিত্তরঞ্জন হাইস্কুলের প্রধান শিক্ষক অনিন্দ্য চট্টোপাধ্যায়।
চিত্তরঞ্জন হাইস্কুলের প্রধান শিক্ষক অনিন্দ্য চট্টোপাধ্যায় জানাচ্ছেন, গতকাল ওই শিক্ষিকা স্কুলে আসেননি। সকালে তিনি চিঠি পাঠিয়ে জানান, তাঁর জ্বর এসেছে এবং বিকেলে করোনা পজিটিভের রিপোর্ট পাঠান। অনিন্দ্যবাবু বলেন, "কীভাবে এটা হল তা ধরা মুশকিল। একজন শিক্ষিকার ধরা পড়েছে। তাঁর বাইরের এক্সপোজার আছে। পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করেন। স্কুলে এরকম হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট। আমরা প্রতিমুহূর্তে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাজ করছি। তাঁরা আপাতত স্কুল বিল্ডিং জীবাণুমুক্ত করতে বলেছেন। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আজ শুধুমাত্র স্যানিটাইজেশনের করার জন্য স্কুলের অফিস খোলা রয়েছে।"