কলকাতা, 23 সেপ্টেম্বর:ডেঙ্গিপ্রবণ (Dengue in Kolkata) ওয়ার্ডগুলির পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । তবে আশপাশের ওয়ার্ডগুলিতে এই রোগ অল্প অল্প ছড়াচ্ছে । জানালেন মেয়র পারিষদ অতীন ঘোষ (Atin Ghosh)। তবে কলকাতার ডেঙ্গির সার্বিক পরিস্থিতি নাগালের মধ্যেই আছে বলে দাবি তাঁর (Atin on Dengue)৷
মশাবাহিত রোগের পরিস্থিতি নিয়ে আজ একটি বিশেষ বৈঠক হয় পৌরনিগমে। পুজোর সময় কীভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, তার একটি প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে । বৈঠকে নেতৃত্ব দেন ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ । ছিলেন সিএমওএইচ সুব্রত রায় চৌধুরী-সহ স্বাস্থ্য আধিকারিক ও ভেক্টর কন্ট্রোল অধিকারিকরা ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, ডেঙ্গির লার্ভা মারতে ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত হয়েছিল । তবে অনেক জায়গায় তা সঠিক ভাবে ব্যবহার হচ্ছে না । স্থানীয়দের চমক দিতে যেখানে ব্যবহার করার দরকার নেই, সেখানেও কাউন্সিলরদের চাপে ড্রোন ব্যবহার করতে হচ্ছে । এই বিষয়ে অতীন ঘোষ নির্দেশ দেন, যে অংশে ভেক্টর কন্ট্রোল কর্মীরা পৌঁছতে পারবেন না শুধু সেখানেই ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করা হবে । আর কারও নির্দেশে নয়, ভেক্টর কন্ট্রোল ইনচার্জরা এটা ঠিক করবেন ।