পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Atin on Dengue: পুজোর কলকাতায় ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখাই অন্যতম লক্ষ্য পৌরনিগমের - কলকাতায় ডেঙ্গি

দুর্গা পুজোর সময় কলকাতায় ডেঙ্গি (Dengue in Kolkata) নিয়ন্ত্রণে রাখাই অন্যতম লক্ষ্য ৷ জানালেন মেয়র পারিষদ অতীন ঘোষ (Atin Ghosh)৷ তাঁর মতে, কলকাতার ডেঙ্গির সার্বিক পরিস্থিতি নাগালের মধ্যেই আছে (Atin on Dengue)৷

One of the aims of Durga puja is to control dengue in Kolkata, says Atin Ghosh
পুজোর কলকাতায় ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখাই অন্যতম লক্ষ্য, জানালেন অতীন

By

Published : Sep 23, 2022, 7:44 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর:ডেঙ্গিপ্রবণ (Dengue in Kolkata) ওয়ার্ডগুলির পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । তবে আশপাশের ওয়ার্ডগুলিতে এই রোগ অল্প অল্প ছড়াচ্ছে । জানালেন মেয়র পারিষদ অতীন ঘোষ (Atin Ghosh)। তবে কলকাতার ডেঙ্গির সার্বিক পরিস্থিতি নাগালের মধ্যেই আছে বলে দাবি তাঁর (Atin on Dengue)৷

মশাবাহিত রোগের পরিস্থিতি নিয়ে আজ একটি বিশেষ বৈঠক হয় পৌরনিগমে। পুজোর সময় কীভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, তার একটি প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে । বৈঠকে নেতৃত্ব দেন ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ । ছিলেন সিএমওএইচ সুব্রত রায় চৌধুরী-সহ স্বাস্থ্য আধিকারিক ও ভেক্টর কন্ট্রোল অধিকারিকরা ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, ডেঙ্গির লার্ভা মারতে ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত হয়েছিল । তবে অনেক জায়গায় তা সঠিক ভাবে ব্যবহার হচ্ছে না । স্থানীয়দের চমক দিতে যেখানে ব্যবহার করার দরকার নেই, সেখানেও কাউন্সিলরদের চাপে ড্রোন ব্যবহার করতে হচ্ছে । এই বিষয়ে অতীন ঘোষ নির্দেশ দেন, যে অংশে ভেক্টর কন্ট্রোল কর্মীরা পৌঁছতে পারবেন না শুধু সেখানেই ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করা হবে । আর কারও নির্দেশে নয়, ভেক্টর কন্ট্রোল ইনচার্জরা এটা ঠিক করবেন ।

আরও পড়ুন:ডেঙ্গি দমনে প্রতিটি মণ্ডপে নজরদারির নির্দেশিকা জারি পৌরনিগমের

পাশাপাশি টালিনালার লকগেটের সামনে ব্যাপক পরিমাণে ময়লা জমছে । আর তার থেকে আশপাশের 5-6টি ওয়ার্ডে মশাবাহিত রোগ ছড়াচ্ছে । সেই ময়লাগুলি জঞ্জাল সাফাই বিভাগকে পরিষ্কার করার কথা বলা হয়েছে । এ দিকে যে সমস্ত ওয়ার্ডে ডেঙ্গির বাড়বাড়ন্ত ছিল সেগুলি এখন নিয়ন্ত্রণে । তবে আশপাশের ওয়ার্ডগুলিতে নতুন করে অল্প কয়েকজন আক্রান্ত হচ্ছেন, সেটা কীভাবে ঠেকানো যায় তা দেখা হবে । ভেক্টর কন্ট্রোল কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কেউ বাধা দিলে যেন বরদাস্ত না করা হয় । দরকারে আইনি নোটিশ ধরাবে পৌরনিগম ।

অতীন ঘোষ এ দিন বলেন, "পুজোর সময় যাতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে থাকে তার জন্য যা যা করতে হবে তা আমরা করব ।" পাশাপাশি বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষার উপরেও এ দিনের বৈঠকে জোর দেওয়া হয়েছে । টালিনালার ময়লা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে জঞ্জাল সাফাই বিভাগকে ।

ABOUT THE AUTHOR

...view details