পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যৌন কর্মীর মেয়েকে ধর্ষণ, ল্যাম্পপোস্টে বেঁধে মার অভিযুক্তকে - Police

কিশোরীকে খুনের ভয় দেখিয়ে বহুবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বড়তলা থানার পুলিশ। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করে।

Rape in sonagachi
Rape in sonagachi

By

Published : Jun 28, 2020, 3:59 AM IST

কলকাতা, 27 জুন: এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হল সঞ্জয় পাত্র নামক এক যুবককে। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এলাকায় জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করে, পরে পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে সোনাগাছির বড়তলা থানা এলাকার মনিরউদ্দিন লেনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর মা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। সোনাগাছির মনিরউদ্দিন লেনেই তিনি মেয়েকে নিয়ে থাকতেন। ওই যুবক তাদের পূর্ব পরিচিত হওয়ায় বাড়িতে নিয়মিত আনাগোনা ছিল। বেশ কয়েক মাস আগে ওই মহিলার অনুপস্থিতিতে তার মেয়েকে ধর্ষণ করে সঞ্জয়। কিশোরীকে হুমকি দেয়, তাঁর মাকে জানালে তাঁকে খুন করবে। এরপরে কয়েকবার বাড়িতে এসে সঞ্জয় ওই কিশোরীকে ধর্ষণ করে।

আজ সকালে আচমকা ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা করে জানা যায়, সে অন্তঃসত্ত্বা। এরপরই বাধ্য হয়ে মুখ খোলে কিশোরী। এদিকে ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা সঞ্জয়কে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে স্থানীয় বাসিন্দাদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ABOUT THE AUTHOR

...view details