পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Omicron scare in Kolkata : কলকাতায় ফের ওমিক্রন আতঙ্ক - Omicron in Bengal

কলকাতায় ফের ছড়াল ওমিক্রন আতঙ্ক (Omicron scare in Kolkata) ৷ এবার নাইজেরিয়া ফেরত এক ব্যক্তিকে নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷

Omicron infection suspected in Kolkata
কলকাতায় ওমিক্রন আতঙ্ক

By

Published : Dec 18, 2021, 5:51 PM IST

Updated : Dec 18, 2021, 7:01 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : শহরে ফের ওমিক্রন আতঙ্ক (Omicron scare in Kolkata) ৷ বিদেশ থেকে আসা এক ব্যক্তির ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তাঁর জিনোম সিকোয়েন্সিং করানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷ এর আগে মুর্শিদাবাদের ফরাক্কায় ওমিক্রন সংক্রমণের খোঁজ মেলে (Omicron in Bengal) ৷ সাত বছরের এক বাচ্চা ছেলে কোভিডের এই নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছিল ৷ তারপর অবশ্য সে সুস্থও হয়ে যায় ৷

জানা গিয়েছে, যে ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত বলে আশঙ্কা করা হচ্ছে তিনি নাইজেরিয়া থেকে ফিরেছেন ৷ তাঁকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয় ৷ তাঁর জিনোম সিকোয়েন্সিং করা হবে ৷ তারপরই নিশ্চিত হওয়া যাবে ৷ আফ্রিকা থেকে আসার কারণে তাঁর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয় বিমান বন্দরেই । করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছেড়ে দেওয়া হয় । তবে বাড়িতে আসার পর নাইজেরিয়া ফেরত ওই ব্যক্তির করোনার মৃদু উপসর্গ ধরা পড়ে ৷ ফের আরটিপিসিআর টেস্ট করাতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে । এই ঘটনায় ফের ওমিক্রণ আতঙ্ক ছড়ায় কলকাতায় । আপাতত তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

দিন কয়েক আগেই ইউকে থেকে কাতার হয়ে কলকাতায় ফেরা এক তরুণীর বিমানবন্দরে পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে । আতঙ্ক ছড়ায় তা ওমিক্রন সংক্রমণ হওয়ার আশঙ্কায় ৷ তবে জিনোম সিকোয়েন্সিংয়ের পর দেখা যায় তিনি ওমিক্রন আক্রান্ত নন ৷

আরও পড়ুন :Omicron in Bengal: বঙ্গেও ওমিক্রনের হানা, আক্রান্ত আবুধাবি ফেরত সাত বছরের বালক

Last Updated : Dec 18, 2021, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details