পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

AIIMS-এ নার্সিং অফিসার নিয়োগ

নার্সের জন্য প্রচুর পরিমাণ শূন্যপদ তৈরি হয়েছে AIIMS-এ ৷ মোট 3,803 জন নার্সিং অফিসারকে নিয়োগ করা হবে দেশের বিভিন্ন AIIMS-এ ৷ এই পদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতনও৷

চাকরির খবর
চাকরির খবর

By

Published : Aug 11, 2020, 7:01 AM IST

নার্সিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS) ৷ NORCET 2020 পরীক্ষার মাধ্যমে দেশব্যাপী AIIMS-এ নার্সিং অফিসার নিয়োগ করা হবে ৷ আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ৷ এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

আসন সংখ্যা :

নার্সিং অফিসার পদের জন্য 3 হাজার 803 জনকে নিয়োগ করা হচ্ছে।

AIIMS নিউ দিল্লিতে আসন রয়েছে 597টি

AIIMS ভুবনেশ্বরে আসন রয়েছে 600টি

AIIMS দেওঘরে আসন রয়েছে 150টি

AIIMS গোরখপুরে আসন রয়েছে 100টি

AIIMS যোধপুরে আসন রয়েছে 176টি

AIIMS কল্যাণীতে আসন রয়েছে 600টি

AIIMS মঙ্গলাগিরিতে আসন রয়েছে 140টি

AIIMS নাগপুরে আসন রয়েছে 100টি

AIIMS পটনায় আসন রয়েছে 200টি

AIIMS রায়বরেলিতে আসন রয়েছে 594টি

AIIMS রায়পুরে আসন রয়েছে 246টি

AIIMS ঋষিকেশে আসন রয়েছে 300টি

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদনের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে ৷

ইন্ডিয়া বা স্টেট নার্সিং কাউন্সিলের অন্তর্গত নার্স অ্যান্ড মিডওয়াইফের রেজিস্ট্রেশন থাকতে হবে ৷

বিস্তারিত জানতে AIIMS-এর ওয়েবসাইটে (www.aiimsexams.org) গিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখুন৷

বয়সসীমা : এই পদের জন্য আবেদনকারীর বয়স 18.08.2020-র মধ্যে সর্বনিম্ন 18 ও সর্বোচ্চ 30 বছর হতে হবে।

বেতন : এই পদের জন্য বেতন 9,300-34,800 টাকা পর্যন্ত৷

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা AIIMS-এর (www.aiimsexams.org) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন । অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে 5 অগাস্ট, 2020 থেকে। আবেদন করা যাবে 18 অগাস্ট, 2020 পর্যন্ত।

আবেদনের ফি :

এই পদের জন্য আবেদন করতে ফি লাগবে 1550 টাকা। অনলাইনে ডেবিট/ক্রেডিট বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে : 05.08.2020

আবেদনপত্র জমা দেওয়া যাবে : 18.08.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

ABOUT THE AUTHOR

...view details