কলকাতা, 26 মার্চ : করোনার দৈনিক সংক্রমণ যেমন বাড়ছে, তেমনই বাড়ানো হচ্ছে কোভিডের টিকাকরণ ৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই নতুন করে দৈনিক সংক্রমণের সংখ্যা 500 ছাড়িয়ে গিয়েছে ৷ অন্যদিকে, এ রাজ্যে ইতিমধ্যেই 40 লাখেরও বেশি মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়ে গিয়েছে ৷
করোনার সংক্রমণ ফের যেভাবে বেড়ে চলেছে, তাতে দেশজুড়ে ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ সমস্য়া মোকাবিলায় কোভিড পরীক্ষার সংখ্যা যেমন বাড়াতে হবে, তেমনই যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলাও জরুরি ৷
এই পরিস্থিতিতে এ রাজ্যেও আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা ৷ একইসঙ্গে, করোনা পরীক্ষার সংখ্যাও যাতে আরও বাড়ানো হয়, তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ৷