কলকাতা, 28 জুলাই: কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । 28 থেকে বেড়ে হল 31 । এর মধ্যে 15টি আবাসন ও 2টি বস্তি এলাকা । শহরের আবাসনগুলিকে নিয়ে আবারও কপালে চিন্তার ভাঁজ পড়ল রাজ্য প্রশাসনের ।
কলকাতায় কনটেনমেন্ট জ়োন বেড়ে 31
অধিকাংশ কনটেনমেন্ট জ়োন দক্ষিণ কলকাতা এলাকায় । মাত্র দু'টি বস্তি এলাকা কনটেনমেন্ট জ়োনে রয়েছে ।
কলকাতায় লাগামহীনভাবে বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ । সঙ্গে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যাও । যা 28 থেকে এক ধাক্কায় বেড়ে হল 31 । অধিকাংশ কনটেনমেন্ট জ়োন দক্ষিণ কলকাতা এলাকায় । দক্ষিণ কলকাতার চেতলা-কালীঘাট এলাকার 9 নম্বর বোরোতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 7 । সবথেকে বেশি কনটেনমেন্ট জ়োন দক্ষিণ কলকাতার ভবানীপুরের 8 নম্বর বোরোয় । এই বোরোতে মোট 8টি অঞ্চলকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এছাড়াও চেতলা-আলিপুরে 74 নম্বর ওয়ার্ডে 8টি কনটেনমেন্ট জ়োন রয়েছে । সব মিলিয়ে প্রায় 15টি আবাসন কনটেনমেন্ট জ়োনে রয়েছে ।
উল্লেখযোগ্যভাবে বস্তিতে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা অনেকটাই কম । শহরের মাত্র দুটি বস্তি কনটেনমেন্ট জ়োনে রয়েছে । বস্তি এলাকা দুটি হল বেলেঘাটা জোড়া মন্দির ও সন্তোষপুর । বস্তি এলাকার সংক্রমণ নিয়ে অনেকটাই চাপমুক্ত রাজ্য প্রশাসন ।