পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : গণনাকেন্দ্র ও স্ট্রংরুমেও থাকবে সশস্ত্র পুলিশ : কমিশন

হাইকোর্টের নির্দেশানুসারে শুধুমাত্র ভোটকেন্দ্রেই নয়, গণনাকেন্দ্র এবং স্ট্রংরুমেও মোতায়েন করা হবে সশস্ত্র পুলিশ বাহিনী। সর্বক্ষণের নজরদারি চলবে সিসিটিভির মাধ্যমে (armed police will be deployed in all booths as well as strong rooms and counting centers )। বুধবার এমনই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।

armed police to be deployed at booths as well as string rooms and counting centers
স্ট্রং রুমেও থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী

By

Published : Dec 15, 2021, 11:06 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : হাইকোর্টের নির্দেশানুসারে শুধুমাত্র ভোটকেন্দ্রেই নয়, গণনাকেন্দ্র এবং স্ট্রংরুমেও মোতায়েন করা হবে সশস্ত্র পুলিশ বাহিনী। সর্বক্ষণের নজরদারি চলবে সিসিটিভির মাধ্যমে (armed police will be deployed in all booths as well as strong rooms and counting centers)। বুধবার এমনই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের নির্বাচন শুরুর একদিন আগেই অর্থাৎ 18 ডিসেম্বের বিকেল 5 টার মধ্যেই 100 শতাংশ বুথেই সিসিটিভির বসানোর কাজ সম্পূর্ণ করতে হবে ।

আরও পড়ুন: ভাগাড়ের মাংস থেকে ম্য়ানহোলে মৃত্যু, পৌরনিগমের ভূমিকায় প্রশ্ন বিজেপি প্রার্থীর


কমিশনের তরফে আরও জানানো হয়েছে যে, বাকি থাকা পৌরসভাগুলির ক্ষেত্রে কমিশন পাঁচ দফায় নির্বাচন করতে প্রস্তুত । এমনকি কেন পাঁচ দফায় নির্বাচন করানো দরকার সে সম্পর্কেও আদালতে ইতিম্যেই হলফনামা জমা দিয়েছে কমিশন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details