পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তৃণমূলের হয়ে প্রচারের জের, ভারত ছাড়তে হবে নুরকে : সূত্র

ফিরদৌসের মতো গাজ়িকেও ছাড়তে হবে দেশ। সোমবার তৃণমূল নেতা মদন মিত্রের সাথে সৌগত রায়ের হয়ে কামারহাটিতে প্রচারের পর কমিশনে অভিযোগ জানায় BJP। সূত্রের খবর, তারপরই পদক্ষেপ নেয় কমিশন।

ফাইল ফোটো

By

Published : Apr 18, 2019, 5:07 PM IST

Updated : Apr 18, 2019, 5:32 PM IST

কলকাতা, 18 এপ্রিল : সৌগত রায়ের হয়ে প্রচারের জের। ফিরদৌসের মতো দেশ ছাড়তে হবে গাজ়ি আবদুন নুরকেও। সোমবার তৃণমূল নেতা মদন মিত্রের সাথে সৌগত রায়ের হয়ে কামারহাটিতে প্রচারে যান গাজ়ি। তারপরই তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় BJP। এরপর নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন সদনে বিষয়টি নিয়ে কী করা যায় তা জানতে চাওয়া হয়। কারণ ওয়ার্কিং VISA নিয়ে এসে কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করা যায় কি না সে বিষয়ে MCC-তে সঠিকভাবে কোনও ব্যাখ্যা নেই। বিষয়টি নজরে আসে স্বরাষ্ট্রমন্ত্রকেরও। তারা FRRO(ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস)-কে বিষয়টি দেখতে বলে। সূত্রের খবর, তারপর গাজ়ির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

২০১১ সালে থিয়েটার করতে প্রথম ভারতে আসেন গাজ়ি। গতবছর রবীন্দ্রভারতী থেকে মাস্টারস শেষ করেছেন সাংবাদিকতায়। ধারাবাহিক রানি রাসমনি করে টেলিভিশনের পর্দায় পরিচিতি পান। এই বাংলাদেশি হয়ে প্রচারের বিতর্কটা শুরু হয় রবিবার থেকে। ওই দিন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালালের সমর্থনে প্রচার করেন। বিষয়টি নজরে আসতেই ময়দানে নামে BJP। তাদের তরফে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অভিযোগ জানানো হয়। জয়প্রকাশ দাবি করেন, "VISA আইনের দিক থেকে বিষয়টি দেখা হোক।" বিষয়টিতে নির্বাচন কমিশনের কী করণীয় তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কারণ, নির্বাচনী আচরণবিধিতে বিদেশিদের প্রচার সংক্রান্ত কোনও বিষয়ের উল্লেখ নেই। তাই এক্ষেত্রে কী করা উচিত তা দিল্লিতে নির্বাচন সদনের কাছে জানতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিষয়টি নিয়ে ময়দানে নামে স্বরাষ্ট্রমন্ত্রক। অভিনেতা ফিরদৌসকে দেশে ফিরে যেতে বলা হয়। তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়।

আর এই বিতর্কের রেশ ফুরোনোর আগেই দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কামারহাটিতে প্রচারের বিষয়টি সামনে আসে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় BJP। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তৎপর হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। BJP-র তরফে দাবি করা হয়েছিল, প্রচারের জন্য বাংলাদেশি অভিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের যিনি প্রচারের কাজে ব্যবহার করেছেন সেই প্রার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

এবিষয়ে গাজ়ির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Last Updated : Apr 18, 2019, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details