কলকাতা, 18 অগস্ট: আচার্য জগদীশচন্দ্র বোস রোডে তৈরি হবে মিষ্টি হাব । জোর দেওয়া হবে বাঙালির অতিপ্রিয় রসগোল্লা বিক্রিতে । এই রসগোল্লা হাব গড়ে উঠবে নোনাপুকুর ট্রাম ওয়ার্কশপে (Nonapukur Tram Workshop) । প্রাথমিকভাবে জানানো হয়েছিল, নোনাপুকুর ওয়ার্কশপের ফাঁকা পড়ে থাকা অংশে তৈরি করা হবে এই মিষ্টি হাব । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Tram Workshop to be transformed into Rasgulla Hub) ।
তবে যে ওয়ার্কশপে ট্রাম তৈরির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সরঞ্জাম তৈরি করে একটি আস্ত ট্রাম বানানো হয়েছে, সেখানে মিষ্টি হাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের ট্রামপ্রেমীরা । ধাপে ধাপে কমেছে ট্রাম । বর্তমানে দু'টি রুট ছাড়া বাকিগুলোতে জ্বলেছে লাল বাতি । একটি অতি রুগ্ন পরিবহনের মাধ্যম হিসেবে পরিণত হয়েছে একসময়ের অন্যতম ব্যবহৃত পরিবহন মাধ্যম । তাই বিভিন্ন ট্রাম ডিপোয় কুটিরশিল্প এবং গয়না শিল্পের হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ।
রসগোল্লা নিয়ে বাঙালির আবেগকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে এবার শহরে গড়ে উঠবে এই রসগোল্লা হাব (Nonapukur Rasgulla Hub) । উদ্দেশ্য শহরের নামী মিষ্টির দোকানগুলিকে এক ছাদের তলায় আনা । সেই মতোই 120 বছরের পুরনো ঐতিহ্যশালী নোনাপুকুর ওয়ার্কশপের অব্যবহৃত জমিতেই তৈরি করা হবে রসগোল্লা হাব ৷ মিষ্টি ব্যবসায়ীদের সংগঠন 'মিষ্টি উদ্যোগ'কে এই হাব তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছে ।
ওয়ার্কশপের এক আধিকারিক বলেন, "এজেসি বোস রোড লাগোয়া যে সাব স্টেশনটি রয়েছে সেখানেই গড়ে উঠবে এই হাব । নিচের তল অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে সাব স্টেশনের কাজ হবে । বাকি তলগুলি অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলে হবে মিষ্টি হাব । 'মিষ্টি উদ্যোগ'-এর পক্ষ থেকে জমির প্রাথমিক ইন্সপেকশনও হয়েছে । পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের (WBSIDCL) পক্ষ থেকে একটি নকশা তৈরি করে আমাদের কাছে পাঠানো হয়েছে । এখানে মিষ্টির দোকান করা হবে । এছাড়াও থাকবে ফুড কোর্ট ।"