পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চলতি মাসেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সফর শুরুর সম্ভাবনা - পরিষেবা শুরু

চলতি ফেব্রুয়ারি মাসের 5 ও 6 তারিখ নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর রুটে মেট্রোর লাইন পরিদর্শনে আসতে পারেন সিআরএস-এর প্রতিনিধিরা৷ কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশি জানান, সব ঠিকঠাক থাকলে এই মাসেই চালু হয়ে যাবে নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর রুটের মেট্রো পরিষেবা৷

wb_kol_01_noapara dakshineswar likely to open in february_copy_7206406
চলতি মাসেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সফর শুরু

By

Published : Feb 3, 2021, 8:37 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি:আর মাত্র হাতে গোনা ক'দিন অপেক্ষা৷ তারপরই সাধারণের জন্য খুলে যাবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প। চলতি ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই ওই অংশে মেট্রোর কাজ পরিদর্শনে আসছেন কমিশন অফ রেলওয়ে সেফটি-র (সিআরএস) প্রতিনিধিরা৷

মেট্রো সূত্রে খবর, এ মাসের 5 ও 6 তারিখ নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর রুটে মেট্রোর লাইন পরিদর্শনে আসতে পারেন সিআরএস-এর প্রতিনিধিরা৷ সে ক্ষেত্রে এ মাসেই বাণিজ্যিকভাবে চালু হয়ে যেতে পারে ওই অংশের মেট্রো পরিষেবা।

আরও পড়ুন:নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশি জানান, "আগামী 5 ও 6 ফেব্রুয়ারি সিআরএস-এর তরফে ওই অংশের পরিদর্শন করা হবে। সিআরএস-এর চূড়ান্ত ছাড়পত্র মিললেই সর্বসাধারণের জন্য খুলে যাবে ওই অংশের মেট্রো পরিষেবা। সিআরএস-এর পরিদর্শনের পর তাদের তরফে কোনও পরামর্শ দেওয়া হলে সেগুলিও পালন করা হবে। সে ক্ষেত্রে পরিষেবা চালু করেত কিছুটা সময় লাগতে পারে। তবে সব ঠিকঠাক থাকলে এই মাসেই চালু হয়ে যাবে নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর রুটের মেট্রো পরিষেবা৷’’

ABOUT THE AUTHOR

...view details