কলকাতা, 26 ডিসেম্বর : রক্তদান শিবিরের সংখ্যা যেমন কমে যাচ্ছে, তেমনই কমছে রক্তদাতাদের সংখ্যাও । যার ফলে দেখা দিচ্ছে রক্তের সংকট । গতকাল বড়দিনের পরে আগামী সপ্তাহে ইংরেজি নববর্ষ । পরিস্থিতি না বদলালে উৎসবের মরশুমে রক্তের এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা ।
দীর্ঘ বছর ধরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন উত্তর কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সেক্রেটারি ডি আশিস । তিনি বলেন, "শহরে রক্তের সংকট চলছে । কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি বিভিন্ন ক্লাব । নেগেটিভ গ্রুপের রক্তের অবস্থা খুবই খারাপ । আমাদের কাছে প্রচুর ফোন আসছে, রোগীদের বাঁচানোর জন্য রক্তদাতাদের চাওয়া হচ্ছে । " তিনি আরও বলেন, "যে ছবি দেখা যাচ্ছে, রক্তদান শিবির সংখ্যায় খুব কম হচ্ছে । আমরা আশা করেছিলাম, বিভিন্ন ক্লাব বড়দিনেও রক্তদান শিবিরের আয়োজন করবে । উৎসব আমরা পালন করব । উৎসবকে সামনে রেখেও আমরা যদি রক্তদানের মতো বিষয়, যেটা যে কোনও মুহূর্তে মানুষের প্রয়োজন, সেই রক্ত যদি সময়মতো পাওয়া না যায়, তা হলে উৎসব, উৎসব হয়ে উঠবে না । "
এ'বছর পুজোর পর থেকে দেখা যাচ্ছে রক্তদানের যে ধারাবাহিকতা তেমন নেই ৷ বিভিন্ন ক্লাব-প্রতিষ্ঠান, রাজনৈতিক দল রক্তদানের আয়োজন করে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম । এ'কথা জানিয়ে ডি আশিস বলেন, "রক্তদান শিবির যে সংখ্যায় হচ্ছে, সেখানে রক্ত সংগ্রহের পরিমাণও কম হচ্ছে । কোনও শিবিরে হয়ত বলা হচ্ছে 100 জন রক্তদান করবেন, কিন্তু বাস্তবে দেখা গেল 40 জন রক্তদান করলেন । কোথাও হয়ত 50 জনের কথা বলা হয়েছে, দেখা গেল 30 জনেরও কম রক্তদান করেছেন । রক্ত সংগ্রহের পরিমাণ অনেক কম হচ্ছে ।"