কলকাতা, 9 ডিসেম্বর : বেশ কিছু দিন রাজনীতি থেকে দূরে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় । কিন্তু কেন রাজনীতি থেকে দূরে তাঁরা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রীতিমতো কৌতূহল তৈরি হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে । ব্যক্তিগতভাবে BJP এবং তৃণমূলের থেকে বর্তমানে সমদূরত্ব বজায় রেখেই চলেছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ আজ ETV ভারতকে এমনই জানালেন তিনি । এই প্রসঙ্গে তিনি বলেন, " শোভনবাবু আমাকে একটা কথা বলেন, বেঁচে থাকতে হলে লোককে রাজনীতি করতে হবে, তা নয় । রাজনীতির আঙিনায় গিয়ে পরিচিত হওয়ার থেকে মহৎ হয়ে বেঁচে থাকা অনেক জরুরি ।"
14 অগাস্ট দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখি বন্দ্যোপাধ্যায় । কিন্তু মাত্র অল্প কিছুদিনের ব্যবধানেই ছন্দ পতন ঘটে । তাঁদের BJP-র সঙ্গ ত্যাগ করার কথা শোনা যায় । এরপর নাটকীয় ভাবে বৈশাখিকে সঙ্গে নিয়ে কালীঘাটে 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাইফোঁটা নেন শোভনবাবু । ভাইফোঁটার দিনের সেই ছবিতে শাসক শিবিরের সঙ্গে দূরত্ব কমছে বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল ৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে নীরব শোভন ও বৈশাখি । বলা যায়, একপ্রকার রাজনীতি থেকে দূরে দিন কাটাচ্ছেন তাঁরা ।