কলকাতা, 31 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে এবার রেশন দোকানে চালু হচ্ছে মোবাইল ফোনে OTP পদ্ধতি । OTP-র মেসেজের মাধ্যমে রেশন সামগ্রী তুলতে পারবেন গ্রাহকরা। আলাদা করে রেশন কার্ডের প্রয়োজন হবে না। সময় মতো গ্রাহকদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে চলে যাবে খাদ্য দপ্তরের পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP। রেশন দোকানে সেই OTP দেখালেই মিলবে রেশন সামগ্রী ।
কার্ড লাগবে না, এবার OTP দেখালেই মিলবে রেশন - OTP দেখালেই মিলবে রেশন
গ্রাহকদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে চলে যাবে খাদ্য দপ্তরের ওয়ান টাইম পাসওয়ার্ড। ইতিমধ্যে ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে নির্দেশিকা৷
রেশন কার্ড লেনদেন করতে গিয়ে সংক্রামণের ভয় থেকে যায়। সরকারি নিয়মে সামাজিক দূরত্ব বজায় রাখতে হয় রেশন দোকানে৷ পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে সতর্ক থাকছেন গ্রাহকরা৷ কিন্তু কার্ড লেনদেন হওয়ার সুবাদে রেশন ডিলার ও গ্রাহকরা সুরক্ষিত নন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সে কথা মাথায় রেখেই OTP পদ্ধতি চালু করতে চলেছে রাজ্যের খাদ্য দপ্তর। পাশাপাশি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেও নয়া সরকারি উদ্যোগ। ইতিমধ্যে ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা।
প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে রেশন প্রদানের ব্যবস্থা করেছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভিড় বাড়ছে রেশন দোকানগুলিতে৷