পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

NRS-এর রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ খোয়ালেন নির্মল মাজি

রাজ্যের মন্ত্রী চিকিৎসক নির্মল মাজিকে সরানো হল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ।

Nirmal Maji
ছবি

By

Published : Feb 20, 2020, 6:36 PM IST

Updated : Feb 20, 2020, 7:33 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : দিন কয়েক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এবার সেই সিদ্ধান্তের ভিত্তিতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন দপ্তর । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরানো হল মন্ত্রী ও ডাক্তার নির্মল মাজিকে । সেই পদে নিয়ে আসা হচ্ছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনকে ।

একই দলে থাকলেও, ডাক্তার নির্মল মাজি এবং ডাক্তার শান্তনু সেন পৃথক গোষ্ঠীর বলেই পরিচিত। এর আগে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) পশ্চিমবঙ্গ শাখার নির্বাচনকে কেন্দ্র করে এই দু'জনকে একে অন্যের বিরুদ্ধে আদালতের যেতেও দেখা গেছে। ডাক্তার নির্মল মাজি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি । একইসঙ্গে তৃণমূল সমর্থিত চিকিৎসকদের সংগঠনেরও সভাপতি তিনি।

আজই এই বদলির নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন দপ্তর । এই বিষয়ে চিকিৎসক নির্মল মাজির বক্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না । অন্যদিকে চিকিৎসক শান্তনু সেনের থেকেও এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Last Updated : Feb 20, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details