কলকাতা, 29 মে : শীতলকুচি গুলি-কাণ্ডে এবার সক্রিয় হল জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারা এবার এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে ৷ তাদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে ৷
সংবাদসংস্থা এএনআই টুইট করে বিষয়টি জানিয়েছে ৷ তবে এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷
উল্লেখ্য, গত 10 এপ্রিল ছিল পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচন ৷ সেদিন ভোট ছিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা আসনে ৷ সেখানকার জোরপাটকি নামে একটি বুথে গোলমাল হয় ৷ সেই গোলমাল চলাকালীন সিআইএসএফ-এর গুলিতে চারজনের মৃত্যু হয় ৷ জখম হন বেশ কয়েকজন ৷