পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Newtown Pornography : নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ডে পুলিশের জালে মডেল কো-অর্ডিনেটর

নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ডে পুলিশের জালে আরও একজন ৷ বেলেঘাটা থেকে পর্নোগ্রাফি শুটের মডেল কো-অর্ডিনেটর শৌভিক মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ এ নিয়ে মোট 6 জনকে গ্রেফতার করেছেন নিউটাউন থানার আধিকারিকরা ৷

Newtown Pornography Police Arrest Model Co-ordinator Souvik Mukharjee
Newtown Pornography : নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ডে পুলিশের জালে মডেল কো-অর্ডিনেটর

By

Published : Aug 4, 2021, 4:38 PM IST

নিউটাউন, 4 অগস্ট : নিউটাউন পর্নোগ্রাফি (Newtown Pornography)-কাণ্ডে পুলিশের জালে চক্রের আরও এক অভিযুক্ত ৷ ধৃতের নাম শৌভিক মুখোপাধ্যায় (Souvik Mukherjee) ৷ তাকে মঙ্গলবার রাতে বেলেঘাটার চালপট্টি থেকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ ৷ সূত্রের খবর, শৌভিক মুখোপাধ্যায় মডেল কো-অর্ডিনেটর (Model Co-ordinator)-এর কাজ করত ৷ অর্থাৎ, ফোটোশুটের নাম করে মডেলদের সঙ্গে যোগাযোগ করত সে ৷ এর পর বিভিন্ন হোটেলে পর্নোগ্রাফি শুটের জন্য মডেলদের নিয়ে যেত শৌভিক ৷

সোমবার রাতে পর্নোগ্রাফি শুটে অভিনেতার রোল করা স্নেহাশিস বল’কে দমদম থেকে গ্রেফতার করেছিল নিউটাউন থানার পুলিশ ৷ আর তার পর গতকাল বেলেঘাটা থেকে মডেল কো-অর্ডিনেটর শৌভিক মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হল ৷ প্রসঙ্গত, জুলাই মাসে বারাসতের এক যুবতির অভিযোগের পরে প্রথমবার নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ড প্রকাশ্যে আসে ৷ যে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রতাপ ঘোষ নামে এক পেশাদার ফোটোগ্রাফারকে গ্রেফতার করে ৷ জানা যায়, প্রতাপ ঘোষ ফোটোশুটের নামে উঠতি মডেলদের সাধারণ এবং সেমি ন্যুড ফটোশুট করত ৷ আর সেখান থেকেই বিশ্বাস অর্জন করে ভিডিয়ো শুটের নাম করে নিউটাউনের বিভিন্ন হোটেলে পর্নোগ্রাফির শুট করত অভিযুক্তরা ৷

আরও পড়ুন : Newtown Pornography : এবার গ্রেফতার নীল ছবির অভিনেতা

এর পর একে একে নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ নামে আরও দু’জনের নাম সামনে আসে ৷ তাদেরও নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করে ৷ এর পর চুঁচুড়া থেকে শুভঙ্কর দে নামে এক যুবককে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ ছিল সে পর্ন ভিডিয়ো শুট করত ৷ এভাবেই অভিযুক্তদের জেরা করে গত সোমবার রাতে স্নেহাশিস বল এবং গতকাল রাতে শৌভিক মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ এ নিয়ে নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ডে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন : Newtown Pornography : নিউটাউন পর্ন কাণ্ডে চুঁচুড়া থেকে গ্রেফতার ক্যামেরাম্যান

ABOUT THE AUTHOR

...view details