কলকাতা, 15 জুলাই : অল্প বৃষ্টিতেই উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা বহুদিনের। এবার সেই সমস্যার সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই নিয়ে আজ বৈঠক করলেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং । উত্তর কলকাতার 4 নম্বর বরোর কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তিনি । আগামীকাল ও পরশু এলাকা পরিদর্শনেও যাবেন ।
এবারও বর্ষায় ভাসতে পারে উত্তর কলকাতা । আশঙ্কা কলকাতা পৌরনিগমের । সেই কারণেই আজ এই বিষয়ে বৈঠক করেন তারকবাবু । জল জমার সমস্যা দূর করতে দ্রুত কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয় আজ আলোচনা হয়েছে । অল্প বৃষ্টিতেই জল জমে যায় উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় । মহাত্মা গান্ধি রোড, সুখিয়া স্ট্রিট, মদনমোহনতলা-সহ বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টিতে জল জমে । আজ বৈঠকে উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলের জল জমার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । উত্তর কলকাতায় জল জমার সমস্যার কথা স্বীকার করে নেন তিনি । তারক সিং জানিয়েছেন, পানীয় জলের পাইপ লাইন ও মেট্রোর কাজের জন্য কিছু বাধা তৈরি হয়েছে নিকাশি পাইপলাইনগুলিতে । এর জন্য উত্তর ও মধ্য কলকাতায় জল জমার সমস্যা তৈরি হয়েছে । দ্রুত এই জমা জলের অপসারণের কাজ শুরু করা হবে । মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত এই সমস্যা সমাধান করতে মৌলালি থেকে পামারবাজার পর্যন্ত নতুন করে আধুনিক নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে ।