পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিয়ালদা স্টেশনে চালু শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং লাউঞ্জ - AC

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ও উন্নতমানের পরিষেবা প্রদানের জন্য পূর্ব রেল ও IRCTC যৌথভাবে শিয়ালদা স্টেশনে তৈরি করেছে এগজ়িকিউটিভ ওয়েটিং লাউঞ্জ। লাউঞ্জটিতে প্রবেশ করতে হলে দু'ঘণ্টার জন্য ভাড়া দিতে হবে 100 টাকা।

শিয়ালদা স্টেশনের এগজ়িকিউটিভ লাউঞ্জ

By

Published : Apr 17, 2019, 2:04 AM IST

শিয়ালদা, 17 এপ্রিল : যাত্রীদের সুবিধার্থে চালু হল পূর্ব রেলের শিয়ালদহ স্টেশনের এগজ়িকিউটিভ ওয়েটিং লাউঞ্জ। সোমবার খুলে দেওয়া হয় এই লাউঞ্জটি। এই লাউঞ্জ আসলে একটি ঝাঁ চকচকে অত্যাধুনিক প্রতীক্ষালয়। যদিও, ভিতরের সাজসজ্জা দেখলে মনে হবে যেন কোনও পাঁচতারা হোটেল।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ও উন্নতমানের পরিষেবা প্রদানের জন্য পূর্ব রেল ও IRCTC যৌথভাবে তৈরি করেছে এই এগজ়িকিউটিভ লাউঞ্জ। স্টেশন থেকে এখানে প্রবেশ করার জন্য রয়েছে একটি কাচের ক্যাপসুল লিফট। একই সময় এই এগজ়িকিউটিভ লাউঞ্জে বসতে পারবেন 50 জন। লাউঞ্জটি খোলা থাকবে 24 ঘণ্টা। লাউঞ্জটিতে প্রবেশ করতে হলে দু'ঘণ্টার জন্য ভাড়া দিতে হবে 100 টাকা। তারপর প্রতি ঘণ্টায় 50 টাকা দিতে হবে। লাউঞ্জটিতে রয়েছে আরামদায়ক সোফা, LED টেলিভিশন, ক্যান্টিন, বিনামূল্যে WI-FI-এর ব্যবস্থা। পাশাপাশি রয়েছে আধুনিক শৌচালয়, যেখানে যাত্রীরা প্রয়োজনে স্নান সারতে পারবেন। সঙ্গে দেওয়া হবে স্নানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। যদিও, স্নানের পরিষেবার জন্য আলাদা মূল্য দিতে হবে। এই লাইঞ্জে কন্টিনেন্টাল, চাইনিজ়, মোগলাই, বাঙালি বা সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার ও পানীয় পাওয়া যাবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলে শিয়ালদা স্টেশনে ভিড় আরও বাড়বে। পাশাপাশি অল্প সময়ের ব্যবধানে যখন একাধিক ট্রেন ছাড়ে তখন প্রতীক্ষালয়ে জায়গা না থাকার কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনেই অপেক্ষা করতে হয়। এবার থেকে যাত্রীরা চাইলে এই শীতাতপ নিয়ন্ত্রিত এগজ়িকিউটিভ লাউঞ্জে অপেক্ষা করতে পারবেন।

ABOUT THE AUTHOR

...view details