পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোটারদের 'ভয়' কাটাতে রাজ্যকে পদক্ষেপের পরামর্শ রাজ্য়পালের - মুখ্য়মন্ত্রী

জাতীয় ভোটার দিবসে মুখ্য়মন্ত্রী, পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ রাজ্য়পাল জগদীপ ধনকড়ের ৷ আজ টুইটারে একটি পোস্ট করে রাজ্য়পাল পরামর্শ দেন, ভোটারদের অধিকার সম্পর্কে অবহিত করতে রাজ্য়কে সবরকমভাবে চেষ্টা করতে হবে ৷ পাশাপাশি, পুলিশ প্রশাসনের তরফে যেন রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা হয় ৷

National Voters Day Make all efforts to make Voters Empowered Vigilant Safe and Informed
জাতীয় ভোটার দিবসে ভোটারদের অধিকার সুনিশ্চিত করতে পরামর্শ রাজ্য়পালের

By

Published : Jan 25, 2021, 1:12 PM IST

Updated : Jan 25, 2021, 1:25 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : জাতীয় ভোটার দিবসে আইনশৃঙ্খলা নিয়ে ফের একবার রাজ্য় সরকার ও পুলিশ প্রশাসনকে নিশানা করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ আজ একটি টুইটে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে উল্লেখ করে রাজ্য়পাল বলেন, ‘‘জাতীয় ভোটার দিবসে ভোটারদের ক্ষমতায়ন, সচেতন, নিরাপদ ও অবহিত করার জন্য় সর্বাত্মক প্রচেষ্টা করুন ৷’’

শুধু তাই নয়, ধনকড় অভিযোগ করেছেন, ভোটারদের রাজ্য়ের শাসক দলের প্রতি ভয় রয়েছে ৷ সেই ভয়কেও কাটিয়ে তুলতে পরামর্শ দিয়েছেন রাজ্য়পাল ৷ তিনি বলেন, ‘‘ভোটারদের মধ্য়ে সর্বোচ্চ ক্ষমতাশীলদের প্রতি যে ভয় রয়েছে, তা কাটিয়ে তুলতে হবে ৷" একইসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতার অভাব রয়েছে ৷’’

আরও পড়ুন : নেতাজির জন্মদিনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস রাজ্য়পালের

শুধুই মুখ্য়মন্ত্রী বা পুলিশ নয় ৷ স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য়পাল ৷

Last Updated : Jan 25, 2021, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details