পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"লুম্পেন সংস্কৃতিই রাজ্যের মন্ত্রীর মুখে", ফিরহাদ প্রসঙ্গে নন্দিনীর পালটা

গতকাল দক্ষিণ কলকাতা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় সম্পর্কে কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বিতর্কিত মন্তব্য করেন। সেই প্রসঙ্গে আজ ফিরহাদ হাকিমকে পালটা কটাক্ষ করে নন্দিনী বলেন, "মন্ত্রী যে গানের লাইন ব্যবহার করেছেন আমার সম্পর্কে, সেটি আমার প্রিয় নায়কের লিপে একটি জনপ্রিয় বাংলা গান। কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম এলাকার লুম্পেনরা এই গানটিকে ইভটিজিং-এর জন্য ব্যবহার করত।"

নন্দিনী মুখোপাধ্যায়

By

Published : Mar 18, 2019, 11:39 PM IST

১৮ মার্চ, কলকাতা : গতকাল দক্ষিণ কলকাতা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় সম্পর্কে কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বিতর্কিত মন্তব্য করেন। সেই প্রসঙ্গে আজ ফিরহাদ হাকিমকে পালটা কটাক্ষ করলেন নন্দিনী।

ফিরহাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নন্দিনী আজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, "মন্ত্রী যে গানের লাইন ব্যবহার করেছেন আমার সম্পর্কে, সেটি আমার প্রিয় নায়কের লিপে একটি জনপ্রিয় বাংলা গান। কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম এলাকার লুম্পেনরা এই গানটিকে ইভটিজিং-এর জন্য ব্যবহার করত। এখন সেই লুম্পেন সংস্কৃতিই রাজ্যের মন্ত্রীর মুখে। ভাবুন তাহলে রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।"

তিনি আরও বলেন,"আমার মনে হয় যে উনি শুদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেননি। তার জন্য উনি ওনার নিজের সম্মান রাখতে পারছেন না। আর আমি শুধু তাঁকে অনুরোধ করব উনি যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারটার সম্মান যেন উনি রাখেন। কারণ ওই চেয়ারে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু বসে ছিলেন।"

গতকাল নজরুল মঞ্চে মালা রায়ের সমর্থনে তৃণমূল কর্মিসভার আয়োজন করেছিল। সেখানেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সেখানে নন্দিনীকে উদ্দেশ্য করে ফিরহাদ হাকিম বলেন, "কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি।" সেই মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ায়। এরপরই আপত্তি জানায় নন্দিনীর দল CPI(M)। নির্বাচন কমিশনের কাছে তারা বিষয়টি নিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানাবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details