পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রিভিউ ও স্ক্রুটিনির পর মাধ্যমিকের মেধাতালিকায় ঢুকল আরও 7 - শিক্ষা সংক্রান্ত খবর

রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশের পর মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেল মোট 91 জন । রিভিউতে প্রায় 23 শতাংশ ও স্ক্রুটিনিতে প্রায় 24 শতাংশ আবেদনকারীর নম্বরের রদবদল হয়েছে ।

madhyamik merit list
madhyamik merit list

By

Published : Oct 21, 2020, 6:17 PM IST

কলকাতা, 21 অক্টোবর : প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ (PPR) ও স্ক্রুটিনির (PPS) ফলাফল । ফলাফল প্রকাশের পর চলতি বছর মাধ্যমিকের প্রথম দশের মেধাতালিকায় যুক্ত হল আরও 7 জনের নাম । মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রথম দশে ছিল 84 জন । এখন মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেল মোট 91 জন ।

18 ফেব্রুয়ারি শুরু হয়েছিল 2020 সালের মাধ্যমিক পরীক্ষা । ঐচ্ছিক বিষয়সহ পরীক্ষা শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে 139 দিনের মাথায় 16 জুলাই প্রকাশিত হয়েছিল ফলাফল । পরীক্ষায় অংশগ্রহণকারী 10 লাখ 3 হাজার 666 জন পরীক্ষার্থীর মধ্যে সফল হয় 8 লাখ 43 হাজার 305 জন । মোট পাশের হার 86.34 শতাংশ । এই বছর মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছিল মোট 84 জন পরীক্ষার্থী ।

ফলাফল প্রকাশের পর প্রতি বছরের মতো এবারও রিভিউ (PPR) ও স্ক্রুটিনির (PPS) প্রক্রিয়া চালু করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । সেই প্রক্রিয়া শেষে আজ দুপুরে রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করে পর্ষদ । ফলাফল প্রকাশের পর জানা যায়, রদবদল ঘটেছে মাধ্যমিকের ফল প্রকাশের সময় প্রকাশিত মেধাতালিকায় । মেধাতালিকায় প্রথম দশে থাকা 84 জনের নামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও 7 জনের নাম । অর্থাৎ, রিভিউ ও স্ক্রুটিনির পর প্রথম দশের মেধাতালিকায় মোট 91 জনের নাম রয়েছে । নতুন মেধাতালিকায় মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, কলকাতাসহ রাজ্যের একাধিক জেলা থেকে পরীক্ষার্থীদের নাম রয়েছে ।

এছাড়া মেধাতালিকায় আগেই স্থান পেয়েছিল কিন্তু রিভিউ ও স্ক্রুটিনির পর স্থানের পরিবর্তন ঘটেছে এমনও কয়েকজন পরীক্ষার্থী রয়েছে । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি বছর 28 হাজার 912 জন পরীক্ষার্থী রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল । 87 হাজার 84 টি বিষয়ে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করেছিল তারা । রিভিউতে প্রায় 23 শতাংশ ও স্ক্রুটিনিতে প্রায় 24 শতাংশ আবেদনকারীর নম্বরের রদবদল হয়েছে । পর্ষদের তরফে জানানো হয়েছে, রিভিউ ও স্ক্রুটিনির পরে যাদের নম্বরে পরিবর্তন হয়েছে তাদের নতুন মার্কশিট আগামী 3 নভেম্বর থেকে পর্ষদের আঞ্চলিক দপ্তর থেকে সংগ্রহ করতে পারবে সংশ্লিষ্ট স্কুল ।

ABOUT THE AUTHOR

...view details