কলকাতা, 5 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে নড়েচড়ে বসল নবান্ন । যদিও রাজ্যের শাসক দল এই ঘটনাকে খুনের চক্রান্ত হিসাবেই দেখছে । শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলায় এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । এই ঘটনাকে নিয়ে দলের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।
অন্যদিকে, নবান্নের তরফে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি লিখে এই বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়েছেন (Nabanna wants to know why Mamata Banerjee Flight faces Air Turbulence) । এই চিঠিতে মুখ্যসচিব জানতে চেয়েছেন, বারাণসী থেকে ফেরার পথে ঠিক কী হয়েছিল ? বাস্তবে সে সময় কোনও এয়ার টার্বুলেন্সের মধ্যে মুখ্যমন্ত্রীর বিমানটি পড়েছিল কি না ! এমনকী যে এয়ার রুটে মুখ্যমন্ত্রীর বিমান ফিরেছে সেটার অনুমতি আগে থেকে নেওয়া হয়েছিল, কি না তাও জানতে চাওয়া হয়েছে ।