কলকাতা, 14 অগস্ট:স্বাধীনতার অমৃত মহোৎসবে নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি তেরঙায় রাঙিয়ে দেশবাসীকে তাঁর পথ অনুসরণ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) স্বাধীনতার 75 বছরের আলোয় নিজের ডিপি বদলেছেন ৷ তবে তাঁর ডিপিতে শোভা পাচ্ছেন মণীষীরা ৷ নাগরিকদেরও সেই পথ অনুসরণ করার পাশাপাশি এ বার তাঁদের কাছে আরও একটি আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী ৷ স্বাধীনতার 75 বছরে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি (My Idea For India at 75)৷
76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on 75 years of Independence)৷ সেখানে তিনি তুলে ধরেছেন দেশ নিয়ে নিজের ভাবনার কথা ৷ কীভাবে তিনি জড়িয়ে রয়েছেন এই দেশের সঙ্গে ? এ কথাই দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি টুইটে লিখেছেন, "আমরা ভারতের নাগরিক ৷ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক এবং রীতিনীতি আলাদা ৷ তবু আমরা একক ৷ দেশের জন্য ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে ৷ ভারতের সঙ্গে পবিত্র সংযোগই আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে ৷"
আরও পড়ুন:শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির