পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নতুন ভোটার তালিকায় পৌর নির্বাচন - 27 নভেম্বর প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকা

নতুন ভোটার তালিকায় হবে পৌর নির্বাচন । এই মুহূর্তে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ।আগামী 27 ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা ভোটার তালিকা অনুযায়ী ভোট দেওয়া হবে বলে রাজ্য নির্বাচন কমিশন এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । আজ রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরে হয়ে গেল প্রথম বড় বৈঠক।

municipal election
পৌর নির্বাচন

By

Published : Feb 19, 2020, 10:57 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের ভোটার তালিকা নয়। নতুন ভোটার তালিকায় হবে পৌর নির্বাচন । এই মুহূর্তে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এবারের পৌরভোটে যে তালিকা আগামী 27 ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে সেই অনুযায়ী ভোট দেওয়া হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে সূত্র মারফত জানা গেছে । আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যের এক অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার এবং এক যুগ্ম মুখ্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তাঁরা এই বিষয়ে নির্দিষ্ট তথ্য দিয়েছেন বলেই খবর। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবার পৌরভোটে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হচ্ছে ।

গড়াতে শুরু করেছে পৌর নির্বাচনের চাকা । আজ রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরে হয়ে গেল প্রথম বড় বৈঠক । সাধারণভাবে পৌর নির্বাচনের ক্ষেত্রে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার জেলাশাসকের ভূমিকা থাকে সবথেকে বেশি । ওই তিন জেলায় পৌরসভার সংখ্যাও সর্বোচ্চ । পৌর ভোটের জন্য ওই তিনদিন জেলা থেকেই সবথেকে বেশি কর্মী নেওয়া হয় । সেই বিষয়টি নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতে আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে ডাকা হয় ওই তিন জেলার জেলাশাসকদের । এই বিষয়ে বৈঠকের পাশাপাশি কমিশনার তাঁদের দ্রুত তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর ।

নতুন ভোটার তালিকায় পৌর নির্বাচন

এদিকে গত ডিসেম্বরে হয়েছিল ড্রাফ্ট পাবলিকেশন । তারপর শুরু হয় ভোটার তালিকা সংশোধনের কাজ। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল জাতীয় নির্বাচন কমিশনের । সেই দিন কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে । ঠিক হয়েছে আগামী 27 ফেব্রুয়ারি হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ । এখন অবদি প্রায় 80 লাখ আবেদন জমা পড়েছে ভোটার তালিকা সংশোধনের জন্য । তার মধ্যে প্রায় 27 লাখ নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জমা পড়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর । এই মুহূর্তে রাজ্যে প্রায় 6 কোটি ভোটার রয়েছে । তাঁদের সঙ্গে যোগ হবে আরও অনেক নতুন ভোটার । এই নতুন তালিকাতেই হবে পৌর নির্বাচন ।

এদিকে গত লোকসভা নির্বাচনে "সুবিধা অ্যাপের " মাধ্যমে যে কোনও অনুমতি এবং অভিযোগ জানানোর ব্যবস্থা করেছিল জাতীয় নির্বাচন কমিশন । সঙ্গে কাজ করেছিল দুটি পোর্টাল। তাতে ব্যাপক সাফল্য পাওয়া যায় । রাজ্য নির্বাচন কমিশনও সম্ভবত এবার সেই পথেই হাঁটতে চলেছে । এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে পরামর্শ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । তবে এজন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হবে নাকি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই বিষয়টি ঢোকানো হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় ।

ABOUT THE AUTHOR

...view details