পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022 মণ্ডপ নিয়ে পৌরনিগমের সঙ্গে সোমবার আলোচনায় মহম্মদ আলি পার্ক পুজো কমিটি

মণ্ডপ নিয়ে সোমবার কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সঙ্গে আলোচনার টেবিলে বসছে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি (Muhammad Ali Park Puja Committee) ৷ এই বৈঠকের উপরই হয়তো নির্ভর করবে পুজোর ভবিষ্যৎ । এমনটাই মনে করছেন ক্লাব কর্তারা ৷

Muhammad Ali Park Puja Committee to sit on discussion with KMC regarding mandap
Kolkata Municipal Corporation

By

Published : Aug 21, 2022, 9:58 PM IST

কলকাতা, 21 অগস্ট:মণ্ডপ নির্মাণ বন্ধ করার নির্দেশ হাতে পেয়ে আগামীতে কী করণীয় রবিবার বিকালে সেই পরিকল্পনা করতে বৈঠকে বসেছিল মহম্মদ আলি পার্কের পুজো আয়োজকরা (Muhammad Ali Park Durga Puja) । এর মধ্যেই কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) জল সরবরাহ বিভাগের ডিজির তরফে ফোন আসে । ঠিক হয় সোমবার দুপুর 12টা নাগাদ পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে আধিকারিকের ঘরে বসবে বৈঠক ।

এই পুজোর ভবিষ্যৎ কী হবে? যেখানে মণ্ডপ নির্মাণ হচ্ছে সেখানেই পুজো হবে নাকি শেষমেষ সরতে হবে, আগামিকাল তার চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলেই মনে করছেন ক্লাব কর্তারা । 54 বছরে পা ফেলেছে মধ্য কলকাতার খ্যাতনামা মহম্মদ আলি পার্কের পুজো । 7 জুলাই পার্কের ভিতর মণ্ডপ চত্ত্বরে খুঁটি পুজো করা হয় ধুমধাম করে । এরপরে শুরু হয় মণ্ডপের কাজ ।

শনিবার কলকাতা পৌরনিগমের জল সরবরাহ বিভাগের তরফে নোটিশ (KMC notice) দিয়ে বলা হয় ওই মাঠে ভগ্ন জলাধার গিয়েছে । যার থেকে যেকোনও সময় বিপদ ঘটতে পারে । পৌরনিগমের অনুমতি না নিয়েই করা হয়েছে মণ্ডপ (Durga Puja 2022) ।

আরও পড়ুন:মা দুর্গাই পথ বলে দেবেন, পুজো বন্ধ প্রসঙ্গে জানালেন মহম্মদ আলি পার্কের উদ্যোক্তারা

পৌরনিগমের তরফে নোটিশে বলা হয়, মণ্ডপ খুলে সরিয়ে দিতে হবে । এরপরেই পুজোর কী হবে সেই পরিকল্পনা করতে বিকেলে বৈঠক করেন ক্লাব কর্তারা । ক্লাব কর্তা প্রভাত তিওয়ারি বলেন, "আমরা আজ বৈঠকে বসেছিলাম । পৌরনিগমের জল সরবরাহ বিভাগের ডিজি আমাদের ফোন করে আগামিকাল দেখা করতে বলেছেন । আলোচনা হবে । তার পরেই মুখ্যমন্ত্রীর বৈঠক । এই দুই আলোচনায় কী ফল হয় সেই বুঝে এগোব (Muhammad Ali Park Puja Committee to sit on discussion with KMC) ।"

আরও পড়ুন:বড় বিপদের আশঙ্কা, মহম্মদ আলি পার্কে পুজো মণ্ডপ নির্মাণে নিষেধাজ্ঞা পৌরনিগমের

ABOUT THE AUTHOR

...view details