কলকাতা, 21 অগস্ট:মণ্ডপ নির্মাণ বন্ধ করার নির্দেশ হাতে পেয়ে আগামীতে কী করণীয় রবিবার বিকালে সেই পরিকল্পনা করতে বৈঠকে বসেছিল মহম্মদ আলি পার্কের পুজো আয়োজকরা (Muhammad Ali Park Durga Puja) । এর মধ্যেই কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) জল সরবরাহ বিভাগের ডিজির তরফে ফোন আসে । ঠিক হয় সোমবার দুপুর 12টা নাগাদ পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে আধিকারিকের ঘরে বসবে বৈঠক ।
এই পুজোর ভবিষ্যৎ কী হবে? যেখানে মণ্ডপ নির্মাণ হচ্ছে সেখানেই পুজো হবে নাকি শেষমেষ সরতে হবে, আগামিকাল তার চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলেই মনে করছেন ক্লাব কর্তারা । 54 বছরে পা ফেলেছে মধ্য কলকাতার খ্যাতনামা মহম্মদ আলি পার্কের পুজো । 7 জুলাই পার্কের ভিতর মণ্ডপ চত্ত্বরে খুঁটি পুজো করা হয় ধুমধাম করে । এরপরে শুরু হয় মণ্ডপের কাজ ।
শনিবার কলকাতা পৌরনিগমের জল সরবরাহ বিভাগের তরফে নোটিশ (KMC notice) দিয়ে বলা হয় ওই মাঠে ভগ্ন জলাধার গিয়েছে । যার থেকে যেকোনও সময় বিপদ ঘটতে পারে । পৌরনিগমের অনুমতি না নিয়েই করা হয়েছে মণ্ডপ (Durga Puja 2022) ।