কলকাতা, 13 জুন : আনলক পর্যায়ে খুলেছে শপিং মল, রেস্তরাঁ । কিন্তু কোনও পার্ক খোলার অনুমতি দেওয়া হয়নি । যার ফলে বন্ধ রয়েছে রবীন্দ্র সরোবর । এতে সমস্যায় পড়েছেন প্রাতর্ভ্রমণকারীরা । এবার সকালে তিন ঘণ্টার জন্য রবীন্দ্র সরোবর খুলতে কলকাতা পৌরনিগমকে অনুরোধ করবেন প্রাতর্ভ্রমণকারীরা ।
দক্ষিণ কলকাতার একটা বড় অংশের মানুষ প্রাতর্ভ্রমণের জন্য রবীন্দ্র সরোবরে যান । সেখানে প্রাতর্ভ্রমণের পাশাপাশি চলে লাফিং ক্লাব, শারীরিক কসরত । বহু প্রবীণ ব্যক্তি শরীরকে সুস্থ রাখতে সবুজের মাঝে কিছু সময় কাটান । কিন্তু লকডাউন পর্বে সমস্ত পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত সেগুলি খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।