কলকাতা, 27 ফেব্রুয়ারি : ‘‘BJP নেতারা দিল্লির হিংসায় নেতৃত্ব দিয়েছেন ৷" গতকাল এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন CPI(M) নেতা মহম্মদ সেলিম।‘‘ বলেন, "রিয়েল এস্টেটের ব্য়বসা করতে গেলে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে মানুষকে উৎখাত করা যায় সহজে ৷ যমুনার পাড়ে এই ব্যবসা এখন বাড়ছে ৷ তাই দিল্লিতে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ আর BJP নেতারা দিল্লির হিংসায় নেতৃত্ব দিয়েছেন ৷’’
দিল্লিতে অশান্তির পিছনে বারবার নাম উঠে আসছে BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের। এপ্রসঙ্গে সেলিম বলেন, কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের নামে FIR দায়ের হয়নি কেন প্রশ্ন করলে দিল্লি পুলিশ হাইকোর্টকে জানায় যে পরিস্থিতি এখন ঠিক নয় ৷ এদিকে কেন্দ্রীয় সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, সব ঠিক আছে ৷ অমিত শাহ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, তাই দিল্লি পুলিশকে নিজেদের মতো করে ব্যবহার করছে ৷