পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, নিজেদের মতো করে ব্যবহার করছে দিল্লি পুলিশকে : সেলিম

দিল্লির গণহত্যায় BJP নেতৃত্ব দিয়েছে ৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলে তার প্রতিবাদ করা হবে ৷ রাজ্যে শান্তি বজায রাখতে ‘গো ব্যাক’ স্লোগানও উঠবে বলে জানান CPIM নেতা ৷

CPIM leader mohammed selim on delhi incident
মহম্মদ সেলিম

By

Published : Feb 28, 2020, 5:47 AM IST

Updated : Feb 28, 2020, 6:53 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : ‘‘BJP নেতারা দিল্লির হিংসায় নেতৃত্ব দিয়েছেন ৷" গতকাল এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন CPI(M) নেতা মহম্মদ সেলিম।‘‘ বলেন, "রিয়েল এস্টেটের ব্য়বসা করতে গেলে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে মানুষকে উৎখাত করা যায় সহজে ৷ যমুনার পাড়ে এই ব্যবসা এখন বাড়ছে ৷ তাই দিল্লিতে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ আর BJP নেতারা দিল্লির হিংসায় নেতৃত্ব দিয়েছেন ৷’’

দিল্লিতে অশান্তির পিছনে বারবার নাম উঠে আসছে BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের। এপ্রসঙ্গে সেলিম বলেন, কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের নামে FIR দায়ের হয়নি কেন প্রশ্ন করলে দিল্লি পুলিশ হাইকোর্টকে জানায় যে পরিস্থিতি এখন ঠিক নয় ৷ এদিকে কেন্দ্রীয় সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, সব ঠিক আছে ৷ অমিত শাহ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, তাই দিল্লি পুলিশকে নিজেদের মতো করে ব্যবহার করছে ৷

দিল্লির ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ সেলিমের

দিল্লির ঘটনা নিয়ে এশহর সরব হবে বলে আশাবাদী তিনি । বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব থাকলেও, অমিত শাহ কলকাতায় এলেই তীব্রভাবে বিক্ষোভ হবে এশহরে। এর আগে প্রধানমন্ত্রী রাজ্যে এলে "মোদি গো ব্যাক" স্লোগান উঠেছিল।" এবারও ঠিক তাই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেলিম। বলেন, "নরেন্দ্র মোদি যতক্ষণ এ-শহরে ছিলেন ততক্ষণ বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর। অমিত শাহের সভা নিয়ে ফের উত্তাল হবে শহর কলকাতা।"

মহম্মদ সেলিমের অভিযোগ, চিটফান্ডে আর্থিক কেলেঙ্কারির সময় মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছিলেন, দিল্লির সরকার সেই ভাষাতেই কথা বলছেন। যা গেছে তা গেছে, এই সুরেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কথা বলছে। কতটা মিল থাকলে এমন ঘটনা ঘটতে পারে।

Last Updated : Feb 28, 2020, 6:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details