পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাতে চুরি মোবাইল, ঘুম থেকে ওঠার আগেই ফেরাল পুলিশ - রাতে চুরি যাওয়া মোবাইল সকালে উদ্ধার করল পুলিশ

পুলিশ জানিয়েছে, অপরাধ রুখতে নিয়মিত চলছে চেকিং । সাধারণভাবে দেখা যায় নিউ আলিপুরের অভিজাত এলাকাগুলোয় অপরাধ করে স্টেশন দিয়ে পালায় অপরাধীরা । সেই সূত্রে নিউ আলিপুর থানা নিয়মিত নজর রাখে স্টেশনেও । আজ ভোররাতে ফার্স্ট ট্রেন আসার আগেই পুলিশ চেকিংয়ে যায় স্টেশনে । সেখানে পুলিশ দুই কুখ্যাত বাগলারকে দেখতে পায় ।

গ্রেপ্তার মোবাইল চোর

By

Published : Sep 27, 2019, 9:25 AM IST

Updated : Sep 27, 2019, 9:51 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : রাতে চুরি গেছিল মোবাইল । ঘুমোনোর সময়ে নিউ আলিপুর এলাকার তিন ব্যক্তির মোবাইল চুরি করে পালায় কেউ । কিন্তু সকালে ঘুম থেকে ওঠার আগেই পুলিশ তা উদ্ধার করে ফেলল । সাত সকালেই থানায় ডেকে ওই মোবাইল ফেরত দিয়েছে নিউ আলিপুর থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে, অপরাধ রুখতে নিয়মিত চলছে চেকিং । সাধারণভাবে দেখা যায় নিউ আলিপুরের অভিজাত এলাকাগুলোয় অপরাধ করে স্টেশন দিয়ে পালায় অপরাধীরা । সেই সূত্রে নিউ আলিপুর থানা নিয়মিত নজর রাখে স্টেশনেও । আজ ভোররাতে ফার্স্ট ট্রেন আসার আগেই পুলিশ চেকিংয়ে যায় স্টেশনে । সেখানে পুলিশ দুই কুখ্যাত বাগলারকে দেখতে পায় । চেকিংয়ে থাকা অফিসাররা বুঝতে পারেন, কোনও অপরাধ করে তারা পালানোর জন্য স্টেশনে এসেছে । নাম শেখ রাকেশ এবং শহিদুল মহম্মদ গায়েন । রাকেশের বাড়ি দক্ষিণ 24 পরগনার দলারহাটে আর শহিদুল মন্দিরবাজার এলাকার বাসিন্দা । তল্লাশি চালাতে এই বেরিয়ে পড়ে তিনটি দামি মোবাইল । জিজ্ঞাসা করে জানা যায়, ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগ নিয়ে তারা এগুলি চুরি করেছে 21C ডায়মন্ড হারবার রোড এবং 73 শীল ঠাকুর বাড়ি রোড থেকে ।

শেখ রাকেশ এবং শহিদুল মহম্মদ গায়েন দুই কুখ্যাত বাগলার

পুলিশ সাতসকালেই পৌঁছে যায় সেই ঠিকানায় । তখনও মোবাইল ফোনের মালিকরা ঘুমোচ্ছেন । মোবাইল তিনটি ছিল দেবদাস আচার্য, আবদুল সামাদ এবং জমিরুল শেখের । সকালেই পুলিশ দেখে তাঁরা প্রথমে কিছুটা ঘাবড়ে যান । পরে জানতে পারেন রাতে মোবাইল চুরি গেছিল । পুলিশ তা ফেরাতে এসেছে । লালবাজার সূত্রে খবর, এখন চুরি যাওয়া মোবাইলের 80 শতাংশ উদ্ধার করতে পারে পুলিশ । কিন্তু এত দ্রুত মোবাইল উদ্ধারের ঘটনা নজিরবিহীন বললেই চলে ।

Last Updated : Sep 27, 2019, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details