কলকাতা, 23 এপ্রিল : লকডাউনে গৃহবন্দী রাজ্যবাসীর একাকীত্ব কাটাতে আজ "কলকাতা জ়ু" অ্যাপের উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বসেই নেওয়া যাবে চিড়িয়াখানার অনন্দ। আলিপুর চিড়িয়াখানা সংক্রান্ত যাবতীয় তথ্যও পাওয়া যাবে এই অ্যাপে।
বাড়ি বসেই বাঘ, সিংহ দেখুন "কলকাতা জ়ু"-তে
অ্যাপের নাম "কলকাতা জ়ু"। এখানে থাকছে আলিপুর চিড়িয়াখানা সংক্রান্ত যাবতীয় অডিয়ো-ভিজ়ুয়াল তথ্য। ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই চিড়িয়াখানার টিকিটও কাটা যাবে।
বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানার "কলকাতা জ়ু" অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অ্যাপটিতে অডিয়ো ও ভিডিয়ো দুই রয়েছে । একদিকে যেমন এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে, একটা বাঘ খাঁচার মধ্যে কীভাবে বাস করে। তেমনই, বাঘের প্রতিমুহূর্তের গতিবিধিও দেখা যাবে অ্যাপটিতে। চিড়িয়াখানায় যত রকমের পশু-পাখি রয়েছে সবকিছুই দেখা যাবে নতুন অ্যাপে। পাশাপাশি অডিয়োর ব্যবহার করে প্রাণীগুলি সম্পর্কে তথ্য দেওয়া আছে এই অ্যাপে। চিড়িয়াখানায় পশু বা পাখির কোথায় জন্ম, কী তার স্বভাব-চাইলেই সমস্ত খুঁটিনাটি তথ্য জানা যাবে। পাশাপাশি এই অ্যাপটির মাধ্যমে আগামী দিনে আলিপুর চিড়িয়াখানার টিকিটও কাটা যাবে। অ্যাপ খুলে চিড়িয়াখানায় ডিজিটাল প্যানারমিক ভিউ ম্যাপ দেখলেই সবাই বুঝতে পারবেন কোন দিকে গেলে কোন পশু বা প্রাণীকে দেখা যাবে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ সহজেই ডাউনলোড করা যাবে বলে জানাচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আলিপুর চিড়িয়াখানায় এই ধরনের অ্যাপ ছিল না। সম্পূর্ণ নতুনভাবে অ্যাপটি তৈরি হয়েছে। আগামী দিনে এই অ্যাপ আপডেটও হবে। লকডাউনে মানুষ গৃহবন্দী থাকতে বাধ্য হচ্ছেন। এই সময় অ্যাপটি ডাউনলোড করে বাড়ির ছোটোদের নিয়ে চিড়িয়াখানা উপভোগ করতে পারবেন অনেকেই।"