কলকাতা, 18 অক্টোবর : ছত্রধর মাহাতো কোরোনা আক্রান্ত কি না, তা জানতে চেয়ে রাজ্য় সরকারকে চিঠি দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) ৷ এ নিয়ে এবার কেন্দ্রের BJP সরকারকে একহাত নিলেন রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ, BJP কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিজেদের স্বার্থে ব্য়বহার করার চেষ্টা করছে ৷ এটা দেশের পক্ষে খুবই দুর্ভাগ্য়ের ৷
NIA-কে রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করেছে BJP : ফিরহাদ - ফিরহাদ হাকিম
BJP-র বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির সম্মান নষ্ট করার অভিযোগও করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর কথায়, প্রতিষ্ঠানগুলির উপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস রয়েছে ৷ কিন্তু, BJP নিজেদের স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্য়বহার করে, সেই বিশ্বাসকে নষ্ট করছে ৷ ছত্রধর মাহাতো কোরোনা আক্রান্ত কি না, এ বিষয়ে ভাবার কোনও কারণ নেই বলেই মনে করেন তিনি ৷
এ বিষয়ে BJP-কে নিশানা করতে, BJP সাংসদ সাধ্বী প্রজ্ঞাকে টেনে আনলেন ফিরহাদ ৷ তিনি বলেন, ছত্রধর মাহাতোকে নিয়ে বেশি ভাবছে BJP। সেখানে বোমা বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত সাধ্বী প্রজ্ঞার কিছু হয় না । কারণ তিনি BJP-র সাংসসদ ৷ ছত্রধর মাহাতো যেহেতু তৃণমূলের সঙ্গে রয়েছেন, তাই তাঁকে নিয়ে এত উৎসাহ। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে সবসময় নিরপেক্ষ থাকতে হবে ৷ NIA-র দেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে নজরদারি করার কথা ৷ দেশের অনেক বড় বড় সমস্য়া আছে ৷ NIA-কে দিয়ে সেগুলির সমাধান করানো উচিত কেন্দ্রের ৷ তা না করে রাজনৈতিকভাবে NIA-কে ব্য়বহার করছে কেন্দ্রের BJP সরকার, যা খুবই দুর্ভাগ্যজনক ৷ শুধু তাই নয়, BJP-র বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির সম্মান নষ্ট করার অভিযোগও করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তাঁর কথায়, প্রতিষ্ঠানগুলির উপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস রয়েছে ৷ কিন্তু, BJP নিজেদের স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্য়বহার করে, সেই বিশ্বাসকে নষ্ট করছে ৷ ছত্রধর মাহাতো কোরোনা আক্রান্ত কি না, এ বিষয়ে ভাবার কোনও কারণ নেই বলেই মনে করেন তিনি ৷
BJP-র তরফে এবার দুর্গা পুজো করার পরিকল্পনা করা হয়েছে ৷ সেই পরিপ্রেক্ষিতে এ দিন ফিরহাদ হাকিম জানিয়েছেন, এর আগে কোনও রাজনৈতিক দল দুর্গা পুজোর আয়োজন করেনি। তবে, মন্ত্রীর নিজের পুজোর প্রসঙ্গে বলেন, রাজনীতি করার আগে আমরা সামাজিক । তাই আমরা যেহেতু সমাজের অংশ, ফলে বিভিন্ন পুজোর সঙ্গে থাকতে হয়। আর একটা হয় কোনও রাজনৈতিক ব্যক্তির বাড়িতে ব্যক্তিগত পুজো। কিন্তু কোনও রাজনৈতিক দল নিজেদের দুর্গা পুজো করছে এটা প্রথম ৷
BJP-র এই দুর্গা পুজো করার সিদ্ধান্তকে কার্যত কটাক্ষই করেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, তৃণমূল ধর্মনিরপেক্ষ দল । ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল কোনও একটা পুজো করবে, তা কখনও হয় না ৷ তাহলে তাকে সবক'টি পুজো করতে হবে। ধর্মনিরপেক্ষতার প্রমাণ করতে হলে সব ধর্মের মানুষের উৎসবে শামিল হতে হবে। ধর্মনিরপেক্ষ রাজনীতি করাটা একটি রাজনৈতিক দলের দায়িত্ব বলে মনে করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।