কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠছে বারবার। আজ এনিয়ে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। পার্থবাবু বলেন, "পরপর দু'দিন মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংবাদমাধ্যমে নানারকম ছবি দেখানো হচ্ছে। তাতে আমার মনে হয় আমাদের শিক্ষাব্যবস্থা কলুষিত হয়েছে। কোনও কিছু নেই একটা দেখিয়ে দিলাম। এটা প্রত্যেকবারই দেখি। কোনও কোনও সংবাদমাধ্যমের অতি সক্রিয়তার জন্য এই জিনিসটা আরও সংক্রমিত হচ্ছে।"
পরীক্ষার হলে মোবাইল "ব্যানড", প্রশ্নফাঁসে মিডিয়াকে দুষলেন পার্থ - kalyanmay ganguli
মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের অতি সক্রিয়তাকেই দায়ি করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
তিনি আরও বলেন, "একটি পক্ষ তো পরীক্ষাটা বানচাল করার জন্য নেমেছে। পরীক্ষার্থী ও যারা পরীক্ষা নিচ্ছেন আমি এবার তাদের সরাসরি বলছি, যদি কেউ ইলেকট্রনিক গেজ়েট মূলত মোবাইল নিয়ে হলে ঢোকে, ধরা পড়লেই তার পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে। বিষয়টি খতিয়ে দেখব। পর্ষদ সভাপতি, DM, SP সবাই মোবাইল নিয়ে বলার পরেও জানি না কারা মোবাইল ব্যবহার করছে। আর কেনই বা ব্যবহার করছে ?"
পার্থবাবু আরও বলেন, "নজরদারির প্রশ্ন নয়। আমি উলটোভাবে বলি আমরা এতবার বলা সত্ত্বেও তা উপেক্ষা করে তারা মোবাইল নিয়ে যাচ্ছে। যে ধরতে পারছে না তার কর্তব্যের গাফিলতি। কিন্তু যারা নিয়ে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে না। ছাত্রছাত্রীদের বলছি তারা যেন ভুল করেও মোবাইল নিয়ে না আসে।" এরপর এক সাংবাদিকের উপর ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, "আপনি একটা লেবেলের প্রশ্ন করুন। যেখান থেকে আপনি পেয়েছেন সেই নম্বরটা দিন। দিন আমাকে নম্বরটা আমি সাইবার ক্রাইমে পাঠাচ্ছি। আপনি যে এটা বলছেন এটা দিয়ে আমি আপনার নামে একটি ডায়েরি করে দিতে পারি। এসে ঢুকে প্রশ্ন করতে শুরু করলাম। যেটা জানেন না সেটা নিয়ে প্রশ্ন করবেন না। আপনারা সাহায্য করুন। শুধু বলে যাবেন আপনি। তারপর দেখুন কী হয়। আমি তো বলছি যেখান থেকে এগুলি পাচ্ছেন। তাদের ধরুন। সোর্স জানুন। তারপর ব্যবস্থা নিতে হবে। আজকে একটা কেস ধরেছি। কিন্তু সে তো করেনি। পর্ষদকে বলেছি আর সাংবাদিক বৈঠক না করতে। আপনারা ব্যবস্থা নিন।"