কলকাতা, 14 অক্টোবর:দুটো বছর ভয়ংকর ভাবে কাটিয়েছেন মানুষজন (Critical Dengue situation)। করোনার দাপটে থমকেই গিয়েছিল জনজীবন । আর এ বার যখন সব স্বাভাবিকের পথে, তখন দাপট দেখাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া (Dengue in Kolkata)। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এ বারে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ।
শহরে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি পেলেও শেষ সপ্তাহে খানিকটা নিম্নমুখী আক্রান্তের সংখ্যা । 16টি বরো এলাকার মধ্যে তিনটি এলাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । তবে স্বস্তির কথা, 13টি বরো অঞ্চলে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী । ডেঙ্গি আক্রান্তের বিচারে শহরে 17টি ওয়ার্ড যথেষ্ট স্পর্শকাতর অবস্থায় রয়েছে । পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে এ বার কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুব্রত রায়চৌধুরীকে বাড়িতে ডেকে বৈঠক করলেন চিন্তিত মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানালেন এখনও সন্তোষজনক নয় পরিস্থিতি ।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, খারাপ অবস্থায় রয়েছে 14 নম্বর বরো এলাকা । বেহালার এই বিস্তীর্ণ এলাকায় বেড়েছে ডেঙ্গি সংক্রমণ । সেখানে চলতি সপ্তাহে সংক্রমণ 36.6 শতাংশ থেকে বেড়ে হয়েছে 43.3 শতাংশ । বর্তমানে ওই বরো এলাকায় 178 জন ডেঙ্গি আক্রান্ত । 1 নম্বর বরোর কাশীপুর, শ্যামবাজার, টালা-সহ বিস্তীর্ণ অঞ্চলের খারাপ অবস্থা । সংক্রমণ 18.8 থেকে বেড়ে 30.3 শতাংশে পৌঁছেছে । 11 নম্বর বরো বাইপাস সংলগ্ন এলাকায় ডেঙ্গি সংক্রমণ 14 থেকে বেড়ে 21.5 শতাংশে পৌঁছেছে ।