পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাটমানি খাওয়া নেতারা ধর্মতলায় যাবেন না, মানুষ ক্ষেপে আছে : সায়ন্তন

গতকাল BJP রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন সায়ন্তন বসু । সেখানে তিনি বলেন, "কাটমানি খাওয়া তৃণমূল নেতাদের জন্য একটাই সাজেশন, কাল ঘর থেকে বেরোবেন না । ঘরে বসে থাকুন । মানুষ কিন্তু ক্ষেপে আছে । সংঘাত-সংঘর্ষ বাড়বে ।"

সায়ন্তন বসু

By

Published : Jul 21, 2019, 3:00 AM IST

Updated : Jul 21, 2019, 10:14 AM IST

কলকাতা, 21 জুলাই : 'তোলাবাজ' তৃণমূল নেতাদের শহিদ দিবসের অনুষ্ঠানে যেতে নিষেধ করলেন BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ঘরে বসে না থাকলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ।"

আরও খবর : 21-এর মঞ্চে কী বার্তা দেবেন মমতা, তাকিয়ে তৃণমূল কর্মীরা

গতকাল BJP রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন সায়ন্তন । সেখানে তিনি বলেন, "কাটমানি খাওয়া তৃণমূল নেতাদের জন্য একটাই সাজেশন, কাল ঘর থেকে বেরোবেন না । ঘরে বসে থাকুন । মানুষ কিন্তু ক্ষেপে আছে । সংঘাত-সংঘর্ষ বাড়বে ।" প্রশাসনকে দুষে তিনি বলেন, "প্রথমেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল । অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি । তোলাবাজ নেতারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন । এটা কেন হবে ? তাই, বাধ্য হয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে । আমাদের কিছু করার নেই । পুলিশ ব্যবস্থা নিক । তাহলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে ।"

ভিডিয়োয় সায়ন্তন বসুর বক্তব্য

আরও খবর : শহিদ দিবস হবে না পাগলু ডান্স হবে ? কটাক্ষ সায়ন্তনের

দলীয় নেতারা যে কাটমানি 'খেয়েছেন' সে কথা নিজ মুখে স্বীকার করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি নেতা-মন্ত্রীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "মানুষের টাকা মানুষকে ফেরত দিন । নাহলে সবাইকে গ্রেপ্তার করিয়ে দেব ।" এরপরই শুরু হয় কাটমানি ফেরতের পালা । সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে টাকা ফেরত দিতে বাধ্য হন তৃণমূল নেতা, কর্মীরা । যা নিয়ে পরে অনেককেই আফশোশ করতে শোনা যায় । অনেকেই বলেন, "এই পরিস্থিতির জন্য দায়ি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই । তাঁর কথাতেই মানুষ এভাবে আন্দোলন শুরু করেছে ।"

Last Updated : Jul 21, 2019, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details