পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Manik Bhattacharya: মানিকের প্রতারণার 2 কোটি 46 লক্ষ টাকার হদিশ ছেলের ব্যাংক অ্যাকাউন্টে ! - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ তাঁকে গ্রেফতার করেছে ইডি (ED) ৷ তদন্তে উঠে এসেছে, মানিকের ছেলের অ্যাকাউন্টে 2 কোটি 46 লক্ষ টাকা রয়েছে ৷ যা একটি সংস্থার থেকে প্রতারণা করে নিয়েছিল মানিক ৷

manik-bhattacharya-corruption-money-was-parked-in-sons-bank-account
Manik Bhattacharya: মানিকের প্রতারণার 2 কোটি 46 লক্ষ টাকার হদিশ ছেলের ব্যাংক অ্যাকাউন্টে !

By

Published : Oct 11, 2022, 6:33 PM IST

কলকাতা, 11 অক্টোবর : শুধু মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে তেমনটা নয়, বরং নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) এবার তাঁর ছেলের ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি 46 লক্ষ টাকার হদিশ পাওয়া গেল । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷

কীভাবে এই টাকা তাঁর ছেলের ব্যাংক অ্যাকাউন্টে এল, তার খোঁজ শুরু করেছিল ইডির (ED) গোয়েন্দারা । ইডির সূত্র থেকে জানা গিয়েছে, 2018 সালে বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি সংস্থাকে একটি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মানিক ভট্টাচার্য তাদের কাছ থেকে 2 কোটি 46 লক্ষ টাকা নিয়েছিলেন । সংশ্লিষ্ট সংস্থাকে কোনও সাহায্য না করে সেই টাকা সরাসরি তাঁর ছেলের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন মানিক ।

এছাড়াও মানিক ভট্টাচার্যের বাড়িতে এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা একাধিকবার তল্লাশি অভিযান করে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছিল । সেই সকল গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করে সেই নথি থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা ।

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ যোগাড় করে গতকাল, সোমবার বিকেলে মানিক ভট্টাচার্যকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । সিজিও কমপ্লেক্সে তিনি আসেন । সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার ফলে মানিক ভট্টাচার্যকে অবশেষে দিল্লির সবুজ সংকেত পাওয়ার পর গ্রেফতার করেন তদন্তকারীরা ।

আরও পড়ুন :মানিকের সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকারও বেশি, দাবি ইডির

ABOUT THE AUTHOR

...view details