কলকাতা, 11 অক্টোবর: মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) যে সরাসরি টাকা নিয়ে তবেই চাকরি দিয়েছিলেন, সেই তথ্য এবং প্রমাণ আগেই ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের হাতে । এ বার ইডি-র অভিযোগ, 44 জন চাকরি প্রার্থীর মধ্যে প্রত্যেকের কাছ থেকে 7 লক্ষ টাকা করে মোট 3 কোটি 8 লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya accepted bribe)।
মানিক ভট্টাচার্যের গ্রেফতারি হওয়া থেকে একের পর এক বিস্ফোরক তথ্য আদালতের সামনে প্রকাশ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পর এ বার ইডি গোয়েন্দাদের হাতে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য । সম্প্রতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা বেশ কয়েকটি চিঠি পেয়েছিলেন । জানা গিয়েছে, সেই চিঠিগুলির মধ্যে একটি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, 44 জন চাকরি প্রার্থীর মধ্যে প্রত্যেকের কাছ থেকে সাত লক্ষ টাকা করে ঘুষ নিয়ে তাঁদের চাকরি দেওয়া হয়েছে । ইডি-র তরফ থেকে দাবি করা হয়েছে, সেই চিঠি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল । কিন্তু সেই চিঠি কে লিখেছিল এবং সেই চিঠিটি কীভাবে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে তদন্তকারী আধিকারিকরা উদ্ধার করলেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি ।
ইতিমধ্যেই আদালতে মানিক ভট্টাচার্যের 14 দিনের ইডি হেফাজত চাওয়া হয়েছে । জানা গিয়েছে, তাঁর ছেলের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কোটি কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের অভিযোগ, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে নিজের ছেলের ব্যাংক অ্যাকাউন্টে টাকার অংকের পরিমাণ বাড়িয়েছেন মানিক ভট্টাচার্য ।