কলকাতা, 22 মার্চ : অনেক আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। চলছে ভোট প্রচারও। বাকি রয়েছে দলীয় ইস্তাহার প্রকাশ। তৃণমূল সূত্রে খবর, একদম শেষ পর্যায়ে রয়েছে ইস্তাহার তৈরির কাজ। আগামী সপ্তাহেই তা প্রকাশের জোর সম্ভাবনা। কালীঘাটের বাড়িতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন ইস্তাহার।
তৃণমূলের ইস্তাহার অসমিয়া, উর্দুতেও - kolkata
সম্ভবত ২৬ মার্চ কালীঘাটে ইস্তাহার প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের ইস্তাহারে শুধুমাত্র প্রতিশ্রুতিই লিপিবদ্ধ থাকবে না। বর্তমান রাজ্য সরকারের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ডও উল্লেখ থাকবে তাতে। সূত্রের খবর, দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে তৃণমূলের এই নির্বাচনী প্রতিশ্রুতিলিপিকে। একটি ভাগে থাকছে বিগত ৭ থেকে ৮ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হওয়া রাজ্যের উন্নয়নের খতিয়ান। সেখানে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা। পাশাপাশি কৃষি, শিল্প, পরিকাঠামো- বিভিন্ন ক্ষেত্রে বাংলা কীভাবে এগিয়েছে সেই তথ্যও তুলে ধরা হবে।
অন্য ভাগে থাকছে কেন দেশে পরিবর্তন দরকার ? মোদির আমলে দেশে কোন কোন ক্ষেত্রে অবনমন ঘটেছে তার বিস্তারিত উল্লেখ করা হবে। কেন্দ্রে নতুন সরকার এলে (জোটসঙ্গী যদি তৃণমূল হয়) তৃণমূল মানুষের জন্য কী কী করতে পারবে, বাংলায় যে সব প্রকল্প সফল হয়েছে সেটা সারা দেশে কীভাবে বাস্তবায়ন করা সম্ভব তা তুলে ধরা হবে। এবার নানা ভাষায় তৃণমূলের ইস্তাহার বেরোচ্ছে। বাংলা, হিন্দি, ইংরেজির সঙ্গে অলচিকি, অসমিয়া, উর্দুর মতো একাধিক ভাষায় এই ইস্তাহার ছাপানো হয়েছে। সম্ভবত ২৬ মার্চ কালীঘাটে ইস্তাহার প্রকাশ করতে পারেন মমতা।