পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ মিছিল মমতার

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বেলেঘাটার গান্ধি ভবন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী । বিকেল 5টা নাগাদ ধর্মতলা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে ।

মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল চিত্র

By

Published : May 15, 2019, 10:00 AM IST

Updated : May 15, 2019, 12:25 PM IST

কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বেলেঘাটার গান্ধি ভবন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী । বিকেল 5টা নাগাদ ধর্মতলা থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে । মোদি এবং BJP-র বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতেই এই পদযাত্রা বলে দলীয় সূত্রে খবর ।

উল্লেখ্য, গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ধর্মতলা থেকে সিমলা স্ট্রিট হয়ে বিবেকানন্দের বাড়ি যাওয়া কথা ছিল । কিন্তু BJP-র প্রচার মিছিল কলেজ স্ট্রিট হয়ে বিধান সরণির দিকে ঢুকতেই TMCP-র সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করে । মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে এলে TMCP ও AVBP-র সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । কলেজে ঢুকে বহিরাগত দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । খবর পেয়েই জনসভা শেষ করে কলেজে আসেন মুখ্যমন্ত্রী । আজ তিনি মিছিলের সিদ্ধান্ত নেন ।

Last Updated : May 15, 2019, 12:25 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details