পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

1 ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার - বিধানসভা নির্বাচন 2021

বিধানসভা নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই মাঠে নামতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তিনি দলের নেতাদের ভাঙন নিয়েও মাথা ভাঙাতে নিষেধ করেছেন৷

1 ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার
1 ফেব্রুয়ারি থেকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ মমতার

By

Published : Jan 29, 2021, 6:13 PM IST

Updated : Jan 29, 2021, 6:52 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি দেরি নেই৷ তাই তার আগে একটুও সময় নষ্ট করতে চান না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের বৈঠকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন৷ আগামী সোমবার, 1 ফেব্রুয়ারি থেকেই তিনি সকলকে নির্বাচনের কাজে নেমে পড়তে বলেছেন৷ এমনই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে৷

শুক্রবার কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক হয় তৃণমূল কংগ্রেসের৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওই বৈঠক ডেকেছিলেন৷ বৈঠকে দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছিল৷ সেই বৈঠকেই তৃণমূল নেত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷

যদিও এই বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরেই কটাক্ষ করছিল বিরোধীরা৷ দলের ভাঙন ঠেকাতে তৃণমূল নেত্রী ‘রোল কলে’ বসেছেন বলেও অনেকে শ্লেষাত্মক মন্তব্য করছিলেন৷ এদিন বিধায়ক পদ ও তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তিনি বিজেপিতে যোগদান করবেন বলে সূত্রের খবর৷ তৃণমূলের আরও অনেকে রবিবার বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলেও শোনা যাচ্ছে৷

আরও পড়ুন :চিটফান্ডকাণ্ডে পিসি সরকারের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

যদিও এই সব নিয়ে দলের নেতাদের মাথা ঘামাতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের একটি সূত্রের খবর, দলীয় নেতাদের তিনি পরামর্শ দিয়েছেন যে কারা দল ছাড়ছে তা নিয়ে ভাবতে হবে না। বরং এলাকায় বেশি করে সময় দেওয়ার কথা বলেছেন মমতা। সমাজের সর্বস্তরে সকলকে পৌঁছাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন দলের নেতাদের৷

Last Updated : Jan 29, 2021, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details