কলকাতা, 11 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্লাস্টার করা হয়েছে ৷ তবে এটা সাময়িক প্লাস্টার ৷ আজই তা খুলে দেওয়া হতে পারে ৷ মেডিক্যাল বুলেটিনে এ কথা জানাল এসএসকেএম হাসপাতাল ৷ তৃণমূল নেত্রীর গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ আপাতত 48 ঘণ্টা মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হবে ৷ আজ আবারও হবে তাঁর সিটি স্ক্যান ৷
নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড ৷ তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাড়ে 12 নম্বর কেবিনে ৷ হাসপাতালের একটি সূত্রের খবর, বুধবার গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে মমতাকে এসএসকেএম-এ নিয়ে আসার পরই তাঁর পায়ের এক্স রে করা হয় ৷ কিন্তু সেই এক্স রে রিপোর্ট পাওয়ার পরও পায়ের আঘাত কতটা গুরুতর, তা নিয়ে সন্দেহে ছিলেন চিকিৎসকরা ৷ তাই তাঁকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর এমআরআই করা হয় ৷ এমআরআই-এর পর রাত একটা নাগাদ ফের উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে ৷ আজ ফের তাঁর সিটি স্ক্যান করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷
এমআরআই ও অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখার পর ডাক্তাররা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে গুরুতর চোট রয়েছে ৷ জমেছে রক্ত ৷ পাশাপাশি তাঁর ডান কাঁধ, ডান হাত ও গলাতেও চোট রয়েছে ৷ আহত হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করছেন বলে জানিয়েছেন চিকিত্সকরা ৷ তাঁকে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি দেওয়া হয়েছে ব্যাথার ওষুধ ৷ তাঁকে আপাতত 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে ডাক্তাররা জানিয়েছেন ৷