কলকাতা, 23 অগাস্ট : সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একটি কবিতা লিখে আজ টুইটার ও ফেসবুকে পোস্ট করেন তিনি৷
হয়তো বা শান্তিতে ঘুমাবো..মমতা বন্দ্যোপাধ্যায়ের "একদিন" - মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা
মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কবিতা পোস্ট করলেন টুইটারে ৷
কবিতার নাম "একদিন"। 19 লাইনের কবিতার ছত্রে ছত্রে রয়েছে প্রতিবাদের সুর । রয়েছে যুদ্ধ ও ঘৃণার বিরুদ্ধে সুতীব্র প্রতিরোধের ভাষা । আবার পৃথিবীতে যে একদিন শান্তি আসবে, ঘৃণা মুছে যাবে, এই কবিতায় সে কথাও জোর গলায় বলেছেন মমতা । তিনি লিখেছেন, নব সংস্কারের কথা ৷ লিখেছেন, শান্তি আসবে ৷ লিখেছেন, ''সন্ত্রাস বিদায় নেবেই ৷ লম্ফ-ঝম্ফ-দম্ভ যাবেই ৷''
এর আগে নোট বাতিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সহ নানা ইশুতে একাধিকবার কলম ধরেছেন মুখ্যমন্ত্রী । লিখেছেন কবিতা ৷ এবার ফের কবিতা লিখলেন তিনি ৷ আশাপ্রকাশ করলেন শান্তিতে ঘুমানোর ৷