পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পেট্রলের সেঞ্চুরির পর দাম কমানোর দাবিতে মোদিকে চিঠি মমতার

সোমবার কলকাতায় পেট্রলের দাম 100 পেরিয়েছে বলে খবর ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যে আগেই পেট্রলের দাম 100 ছাড়িয়েছে ৷ গত কয়েকদিনে সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও ৷

mamata-banerjee-writes-letter-to-pm-narendra-modi-on-petrol-diesel-price-hike
পেট্রলের সেঞ্চুরির পর দাম কমানোর দাবিতে মোদিকে চিঠি মমতার

By

Published : Jul 5, 2021, 6:11 PM IST

কলকাতা, 5 জুলাই : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় সরকারের নীতির জন্য সাধারণ মানুষ সমস্যায় পড়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার পেট্রোপণ্যের উপর স্বেচ্ছায় ছাড় দিয়েছে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয় ৷

তাই প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ যে কেন্দ্রীয় সরকার যেন পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর ছাড় দেয় ৷ মমতার দাবি, এতে একদিকে সাধারণ মানুষের উপকার হবে ৷ তাছাড়া দেশে মূল্যবৃদ্ধি অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে ৷

আরও পড়ুন :সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছিলেন বাবা, তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রণব-পুত্র

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত কয়েক মাসে প্রায় রোজই বৃদ্ধি পেয়েছে পেট্রোপণ্যের দাম ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যে আগেই পেট্রলের দাম 100 ছাড়িয়েছে ৷ গত কয়েকদিনে সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও ৷ আজ, সোমবার কলকাতায় পেট্রলের দাম 100 পেরিয়েছে বলে খবর ৷

মোদিকে চিঠি মমতার

তাই পেট্রলের দাম সেঞ্চুরি পার করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ কারণ, এদিনের চিঠিতে মমতা শুধু দাম কমানোর আর্জি জানিয়েই থেমে যাননি ৷ বরং মোদি জমানায় কীভাবে পেট্রোপণ্যের উপর কর বসানো হয়েছে ৷ আর তার জেরে কীভাবে দেশে দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের সেই বিষয়টি তুলে ধরেছেন ৷

আরও পড়ুন :TMC on Tushar Mehta : সলিসিটর জেনারেল পদে তুষার মেহতার অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কর্মসূচি নিয়েছে ৷ আগামী 10 ও 11 জুলাই অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে অবস্থান বিক্ষোভ করা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে ৷

মোদিকে চিঠি মমতার

এর আগে গত শনিবার এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ তাঁর দাবি ছিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য জনকল্যাণে কাজে খরচ করার কথা বলে কেন্দ্র ৷ কোথায় কোথায় এই জনকল্যাণ হয়েছে, তা নিয়ে কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা উচিত ৷

আরও পড়ুন :মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী

ABOUT THE AUTHOR

...view details